গোপাল দেবনাথ: ১লা ফেব্রুয়ারি ২০২০ এই দুনিয়ায় কোন মানুষই একা বিভেদকামী শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারেনা, সেই সেইজন্যে চাই মজবুত সংগঠন। আজ এমনই এক মজবুত সংগঠন প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ারস এসোসিয়েশন তাদের তৃতীয় দ্বিবার্ষিক রাজ্য সন্মেলনের আয়োজন করল কলকাতার মৌলালী যুবকেন্দ্রে।
এই সংগঠনের সদস্যরা সকলেই রাজ্য সরকারি ইঞ্জিনিয়ার কর্মী। সংগঠনের দাবি এই সংস্থা এমন সময় জন্মগ্রহণ করে যখন পশ্চিমবঙ্গের ভাগ্যাকাশ থেকে দুষ্ট গ্রহ অপসারিত হয়ে নতুন কর্ম যজ্ঞ শুরু হয়েছে। এই বিপুল কর্মযজ্ঞে সামিল হয়েছে এই সংগঠনের সদস্যরা। আজকের এই অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সিদ্ধার্থ প্রামানিক। প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের বর্ষীয়ান পঞ্চায়েত মন্ত্রী শ্রী সুব্রত মুখোপাধ্যায়।
সাথে ছিলেন এই সংগঠনের সম্পাদক সুব্রত ঘোষ, সভাপতি শিবু বিশ্বাস, কোষাধ্যক্ষ অনন্ত নন্দী এবং অন্যতম সদস্য জয়দীপ দাস। এই সংগঠনের সার্থকতা বিভিন্ন স্তরের ইঞ্জিনিয়ারদের জোটবধ্য করে সকলকে এক ছাতার তলায় নিয়ে আসা। এই কাজ পূর্ণাঙ্গ সফলতা পাওয়ার দাবি জানালেন সুব্রত বাবু। সংগঠনের সাফল্যের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন ১) সাব অর্ডিনেট সার্ভিস থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার সার্ভিসে পরিবর্তন। ২) রক্তদান শিবির। ৩) দুঃস্থ ছাত্র ছাত্রীদের বই বিতরণ। ৪) অন লাইনে সার্ভিস এপরাইসল রিপোর্ট চালু করা।
৪) এসেট জমা সেন্ট্রালি। ৫) ইঞ্জিনিয়ারদের সেমিনার ও টেকনিক্যাল ওয়ার্কশপ। সভাপতি শিবু বিশ্বাস ও সদস্য জয়দীপ দাস তাদের দাবীগুলির কথা জানালেন যে, ১) সামকাজে সম বেতন চাই। ২) সমযোগ্যতায় সম পাদনাম। ৩) ইঞ্জিনিয়ারদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে, মেডিকেল কাউন্সিল এবং বার কাউন্সিলের মতো ইঞ্জিনিয়ারিং কাউন্সিল গঠন করতে করা। ৪) সরকারের ই- গভর্নানসের ভাবনার সাথে সঙ্গতি রেখে প্রতিটি ইঞ্জিনিয়ারিং দপ্তরে ই- এম বি চালু করা।
৫) রাজ্যের প্রতিটি ব্লকে একটি অতিরিক্ত একটি এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট সৃষ্টি করা। সংগঠনের কোষাধ্যক্ষ অনন্ত নন্দী সাব- আসিস্টেন্ট ইঞ্জিনিয়ার থেকে জুনিয়র পদনাম অর্জন করার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। এই সংগঠনের বিশ্বাস এই সরকার তাদের অন্যান্য ন্যায্য দাবীসমূহ পুরন করবে। আগামীকাল অর্থাৎ ২রা ফেব্রুয়ারি দ্বিতীয় দিনের তৃতীয় দ্বিবার্ষিক অনুষ্ঠান সকাল থেকেই শুরু হয়ে যাবে জানালেন সুব্রত ঘোষ।
প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ারস এসোসিয়েশনের তৃতীয় দ্বিবার্ষিক রাজ্য সন্মেলনের উদ্বোধন করলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়
More from GeneralMore posts in General »
- তথ্য বিকৃতির বিদেশি হস্তক্ষেপের বিষয় আলোচনা সভা…।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ব্যাটলফিল্ড বিহার’….।
- The Institute of Chartered Accountants of India (ICAI) hosts MSME Connect: ‘Stakeholders Strategic Meet 2025 and launches the ‘MSME Clinic Initiative’…..
- TV9 বাংলার নিউজ সিরিজে ‘বাংলায় SIR’….।
- হরিদ্বার গঙ্গা ও গঙ্গারতি…বিষ্ণুর বাহন গরুড় অমৃত কলসী নিয়ে যাওয়ার সময় কিছুটা অমৃত পড়েছিল বলে এখানে হয় কুম্ভমেলা…. ৷
- ১৯৪৩ সালের ২১শে অক্টোবর সিঙ্গাপুর শহরে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন ভারতের প্রথম স্বাধীন সরকার…।






Be First to Comment