সম্প্রীতি মোল্লা : কলকাতা, ২০ ফেব্রুয়ারি ২০২৪। বং সিনেমাটিক ডিজিটাল মার্কেটিং ইভেন্ট ও প্রোডাকশন হাউস এর আয়োজিত “বঙ্গ সন্তান সম্মান ও সাংবাদিক সংবর্ধনা আয়োজিত হলো কলকাতা প্রেস ক্লাব এ সমাজের বিভিন্ন স্তরে নবাগত ও প্রতিষ্ঠিত শিল্পী ও কলাকুশলিদের নিয়ে তাঁদের এই সম্মান প্রদান এবার ২বর্ষে উত্তীর্ণ হলো। সমাজের প্রতিটি স্তরে বঙ্গ সন্তানদের সমাজের আলোয় এনে তাঁদের এই প্রয়াস এবছর অনুষ্ঠিত হলো। সারাবছর তাঁরা সাংস্কৃতিক অনুষ্ঠান ফিল্ম ও সামাজিক কাজে এই সংগঠন কাজ করে আসছে এবং বিশেষ ভাবে নবাগত শিল্পীদের সুযোগ এর মাধ্যমে তাঁদের এগিয়ে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি পন্ডিত মল্লার ঘোষ, মল্লিকা ঘোষ , শেখ আজগর আলী , ডক্টর রবিন চক্রবর্তী, বিশিষ্ট সংগীত শিল্পী সৌমিত্র বন্দ্যোপাধ্যায় ।এই দিন এই অনুষ্ঠানে সম্মানিত হন বঙ্গ সন্তান ২০২৪ সৌমেন সাহা , ত্রিয়াশা পান্ডিত , ভিশাল খান্না , প্রসূন দাস , বিশ্বজিৎ ব্যানার্জী , সনিয়া , কমল সাহা , কুশল বসু রায় , সোমা দাস ।অজয় ভট্টাচার্য ,অনন্যা দাস বিশ্বাস , অংশুমান ঠাকুর , সাংবাদিক হিসাবে এই অনুষ্ঠানে সংবর্ধনা পেলেন মোল্লা জসিমউদ্দিন, তনুশ্রী গুহ, সমীর পাত্র, অনিমেশ সাহা , কৃষ্ণ প্রসাদ পাত্র, সমাজের বিভিন্ন স্তরের মানুষদের কে আজ সংবর্ধনা প্রদান করা হয়। এই মঞ্চ থেকে কলকাতা প্রেস ক্লাব কর্তৃপক্ষ কে সম্মান জানানো হয়। সমগ্রহ অনুষ্ঠানটি পরিচালনা করেন ধ্রুবজ্যোতি সেন। সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন কর্ণধার বিশ্বরূপ সিনহা , মনোতোষ বেরা , সিনজন সরকার , বিশ্বজিৎ পাল, দেবজিৎ ভট্টাচার্য অনুপ কুমার সামন্ত ও বুলু গোস্বামী । এই দিন মঞ্চ থেকে বং সিনেমাটিক এর নতুন শর্ট ফিল্ম শুভ মুক্তির কথা বলেন বিশ্বরূপ সিনহা
প্রেসক্লাব কলকাতায় ‘বং সিনেমাটিক’ সংস্থার উদ্যোগে গুণীজন সংবর্ধনা….।
More from CultureMore posts in Culture »
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
- হারানো সুরে হলুদ ট্যাক্সি, আলোচনায় শহর কলকাতা….।
- 6th Himalayan Orange Tourism Festival 2024….
- ভবিষ্যৎ প্রকাশনী আয়োজিত সাহিত্যের সেরা সম্মান ২০২৪….।
- অবনীন্দ্র সভাঘরে লায়ন্স ক্লাব অফ ম্যাগনেটস এর উদ্যোগে আয়োজিত হল পুরস্কার প্রদান অনুষ্ঠান….।
- বিধান শিশু উদ্যানে পল্লিকবি কে নিয়ে স্মরণিকা প্রকাশ ১৪ ডিসেম্বর….।
More from EntertainmentMore posts in Entertainment »
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
- বন্ধুর চির-বিদায়ের খবরটা নিমেষে মনকে বিষন্ন করে তুললো। মনে পড়ে গেলো কত মন ভালো করা স্মৃতি। নীরবে ছুঁয়ে এলাম মুনমুন আর ভরতকে। অনেক মানুষ থাকেন যাঁরা রক্ত সম্পর্কিত না হয়েও আমার আত্মার আত্মীয়। এই দুজন সেরকম দুই বন্ধু…..।
- প্রেসক্লাবে আয়োজিত হল ১৩তম বঙ্গ গৌরব অনন্য সম্মান-২০২৪…।
- সায়েন্স সিটি অডিটোরিয়ামে আয়োজিত হল কমল কর স্মরণে বঙ্গকমল সম্মান….।
- দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বিদায় বাঞ্ছারাম: মৃত্যুর চোখে জল’…..।
- ভবানীপুর ইউনাইটেড ফোরামের অভিনব প্রচেষ্টা টয় ট্রেনে চেপে ভূত বাংলোর সফর
Be First to Comment