সম্প্রীতি মোল্লা : কলকাতা, ২০ ফেব্রুয়ারি ২০২৪। বং সিনেমাটিক ডিজিটাল মার্কেটিং ইভেন্ট ও প্রোডাকশন হাউস এর আয়োজিত “বঙ্গ সন্তান সম্মান ও সাংবাদিক সংবর্ধনা আয়োজিত হলো কলকাতা প্রেস ক্লাব এ সমাজের বিভিন্ন স্তরে নবাগত ও প্রতিষ্ঠিত শিল্পী ও কলাকুশলিদের নিয়ে তাঁদের এই সম্মান প্রদান এবার ২বর্ষে উত্তীর্ণ হলো। সমাজের প্রতিটি স্তরে বঙ্গ সন্তানদের সমাজের আলোয় এনে তাঁদের এই প্রয়াস এবছর অনুষ্ঠিত হলো। সারাবছর তাঁরা সাংস্কৃতিক অনুষ্ঠান ফিল্ম ও সামাজিক কাজে এই সংগঠন কাজ করে আসছে এবং বিশেষ ভাবে নবাগত শিল্পীদের সুযোগ এর মাধ্যমে তাঁদের এগিয়ে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি পন্ডিত মল্লার ঘোষ, মল্লিকা ঘোষ , শেখ আজগর আলী , ডক্টর রবিন চক্রবর্তী, বিশিষ্ট সংগীত শিল্পী সৌমিত্র বন্দ্যোপাধ্যায় ।এই দিন এই অনুষ্ঠানে সম্মানিত হন বঙ্গ সন্তান ২০২৪ সৌমেন সাহা , ত্রিয়াশা পান্ডিত , ভিশাল খান্না , প্রসূন দাস , বিশ্বজিৎ ব্যানার্জী , সনিয়া , কমল সাহা , কুশল বসু রায় , সোমা দাস ।অজয় ভট্টাচার্য ,অনন্যা দাস বিশ্বাস , অংশুমান ঠাকুর , সাংবাদিক হিসাবে এই অনুষ্ঠানে সংবর্ধনা পেলেন মোল্লা জসিমউদ্দিন, তনুশ্রী গুহ, সমীর পাত্র, অনিমেশ সাহা , কৃষ্ণ প্রসাদ পাত্র, সমাজের বিভিন্ন স্তরের মানুষদের কে আজ সংবর্ধনা প্রদান করা হয়। এই মঞ্চ থেকে কলকাতা প্রেস ক্লাব কর্তৃপক্ষ কে সম্মান জানানো হয়। সমগ্রহ অনুষ্ঠানটি পরিচালনা করেন ধ্রুবজ্যোতি সেন। সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন কর্ণধার বিশ্বরূপ সিনহা , মনোতোষ বেরা , সিনজন সরকার , বিশ্বজিৎ পাল, দেবজিৎ ভট্টাচার্য অনুপ কুমার সামন্ত ও বুলু গোস্বামী । এই দিন মঞ্চ থেকে বং সিনেমাটিক এর নতুন শর্ট ফিল্ম শুভ মুক্তির কথা বলেন বিশ্বরূপ সিনহা
প্রেসক্লাব কলকাতায় ‘বং সিনেমাটিক’ সংস্থার উদ্যোগে গুণীজন সংবর্ধনা….।

More from CultureMore posts in Culture »
- শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দিরে ধুমধামপূর্ণ দেব দীপাবলি উদযাপন ও গঙ্গা আরতি অনুষ্ঠিত হল হাওড়া ঘাটে….।
- বাঁকুড়ার ছাতনায় বড়ু চণ্ডীদাসের সামন্তভূমে জগদ্ধাত্রী পূজার আয়োজন….।
- জোকার আবাসনে জগদ্ধাত্রী পুজোয় উঠে এল এক টুকরো চন্দননগর….।
- ব্যাসদেব ও মহাভারত….. যা নেই ভারতে তাই আছে মহাভারতে….।
- নিউজ স্টারডম অনলাইন নিউজ পোর্টালে’র জন্মদিন….।
- স্বামী প্রণবানন্দজী মহারাজের আবির্ভাব উপলক্ষে “প্রণবাঞ্জলি অ্যাপ” ও “যুগের প্রণববাণী” ইউটিউব চ্যানেলের উদ্বোধন হল কলকাতায়….।
More from EntertainmentMore posts in Entertainment »
- স্বামী প্রণবানন্দজী মহারাজের আবির্ভাব উপলক্ষে “প্রণবাঞ্জলি অ্যাপ” ও “যুগের প্রণববাণী” ইউটিউব চ্যানেলের উদ্বোধন হল কলকাতায়….।
- অর্কেস্ট্রায় ভারতীয় সুরকারদের একই সুরের দুই গান সঙ্গে কবিতার কোলাজ, মঞ্চে অন্য স্বাদের অনুষ্ঠান হৈমন্তীর
- উত্তম মঞ্চে অপরাজেয় অপরাজিতা….।
- দীক্ষামঞ্জরীর রূপং দেহি, জয়ং দেহি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে , দুর্গার রূপে ডোনা গাঙ্গুলি….।
- টলি স্টার অ্যাওয়ার্ডের পোস্টার লঞ্চে তারার হাট….।
- দূর অজানায় – এবার পুজোয় অন্তরা চৌধুরীর ট্র্যাভেল সঙ মুক্তি পেল, প্রথমবার একসাথে কাজ করলেন সলিল-সুধীন এর উত্তরসূরিরা….।











Be First to Comment