গোপাল দেবনাথ : কলকাতা, ৩ জুন, ২০২৪। বাংলা ও বাঙালির প্রিয় দাদা অনেকেই বলেন মহারাজ তিনিই হলেন সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটার, ধারা ভাষ্যকার এবং দাদাগিরির প্রিয় দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ যেমন বাংলা, ইংরেজি এবং হিন্দি ভাষায় অনর্গল বলতে পারেন ঠিক তেমন লিখতেও পারেন। বিশেষ অনুরোধে কলম ধরলেন ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ‘প্রশাসকের চোখে ‘ বইটি উদ্বোধনী সংখ্যায়।

কলকাতা প্রেস ক্লাবে বইপ্রকাশের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভের দাদা এবং সি এ বি এর সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলী, ফুটবলার ‘দীপেন্দু বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বইটির সম্পাদক রাজকুমার মন্ডল উপস্থিত সাংবাদিকদের বলেন প্রতিটি সংখ্যায় সৌরভ গাঙ্গুলীকে নিয়ে বিশেষ বিশেষ লেখা থাকবে এই বইতে। আগামীদিনে কলকাতা সহ বিশ্বের বিভিন্ন খেলার উপর লেখা প্রকাশিত হবে।
ছবি সুবল সাহা ।
Be First to Comment