গোপাল দেবনাথ: কলকাতা, ১৭মে ২০২০। মানুষের জন্য পাশে থেকে কাজ করাটা একমাত্র শখ বলা যেতে পারে। সেটাকে মাথায় রেখেই বছরের প্রতিটা সময় সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে তাদের দিকে হাত বাড়িয়ে দেওয়াটাই সামাজিক কাজ। লক ডাউনও হার মানাতে পারেনি, প্রতিদিন সন্ধ্যায় কর্তব্যরত পুলিশ অফিসার, ভবঘুরে, ফুটপাতবাসী, এবং মৃৎশিল্পীদের হাতে খাদ্যদ্রব্য তুলে দিচ্ছে সমাজসেবী বিপ্লব দে।
তার এই সামাজিক কর্মকাণ্ডে তার সহযোদ্ধা হিসেবে তারই বন্ধু-বান্ধবরা পাশে আছে বলে জানিয়েছেন বিপ্লব।
এই মহতী কাজকে সমর্থন করে গতকাল পাশে এসে দাঁড়ালেন বিশিষ্ট সমাজসেবিকা সুপ্তি পান্ডে। বিপ্লব দের এই ব্যক্তিগত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল এলাকাবাসী এবং ফেসবুক বন্ধুরা।
বিপ্লব দে জানান, তার সাধ্যমত যতদিন সম্ভব তার বন্ধু বান্ধব কে পাশে নিয়ে তিনি এই কাজ চালিয়ে যাবেন।
এই সেবা মূলক কাজ ছাড়াও সারা বছর ধরে যে সামাজিক অনুষ্ঠান গুলি পরিচালনা করেন সেই অনুষ্ঠানের নামকরণে থাকে নানা চমক অন্যরকম বসন্ত উৎসব, কখনো তোমার চোখে আমার মা, আবার কখনো বিনে পয়সার ইলিশ উৎসব, লকডাউন পর্বের এই কর্মসূচির নামকরণ করা হয়েছে ‘অন্নদাতা’।
ছেলেবেলা থেকেই বাংলা সিনেমার নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অন্ধভক্ত। প্রিয় নায়কের কথা মাথায় রেখে ২০১৪ তে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (বুম্বাদা) র নামে উত্তর কলকাতায় তৈরি করে এক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।
সারা বছর ধরেই এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি সামাজিক কাজ করে চলেছেন ঝড়ের গতি বেগে।
Be First to Comment