সায়ন দেবনাথ : কলকাতা, ২১ এপ্রিল, ২০২৪। বিশিষ্ট বিজ্ঞানী ও বিজ্ঞান বিষয়ক ‘নেচার’ পত্রিকার লেখিকা কানাডা প্রবাসী আনন্দী ভট্টাচার্যকে তার বহুমুখি কাজের জন্যে সম্মানিত করল কলকাতার ভাষা সংসদ- অনুবাদ পত্রিকা।
ভবানীপুর এডুকেশন সোসাইটিতে এক অনুষ্ঠানে এই সংস্থার পক্ষ থেকে তার হাতে ‘অনন্য সৃজন’ পুরস্কার তুলে দেওয়া হয়।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকোত্তর করে স্কলারশিপ নিয়ে উচ্চ শিক্ষার জন্যে আমেরিকা যান আনন্দী।পরবর্তী পর্যায়ে ইচ আই ভি নিয়ে গবেষণা শুরু করেন কানাডার টরেন্টোতে।
পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নানারকম পুঁতি সংগ্রহ করে মালা গেঁথে বন্ধুদের উপহার দেওয়া ছিল তাঁর নেশা ও ভালোবাসা। গান,নাচ এবং আঁকাতেও তিনি ছিলেন সমান পারদর্শী।
কোভিডের ঠিক আগে স্বামী এবং শিশুপুত্রকে নিয়ে ভারতে ফিরে আসেন। স্বামী আই আই এম বেঙ্গালুরুতে অর্থনীতির অধ্যাপক। সেই সূত্রে বর্তমানে তিনি বেঙ্গালুরুতে থাকেন।
আনন্দী জানান, তার কাজের জন্যে এই পুরষ্কার পেয়ে তিনি খুবই খুশি।তিনি বলেন, কোভিডের পর দেশে ফিরে তার নেশাই হয়ে ওঠে তাঁর পেশা। তাঁর প্রতিষ্ঠিত ‘ইদনানা ক্রিয়েশনস্’ বিখ্যাত পত্রিকা সানন্দার বোধন ২০২৩ সংখ্যায় গহনার আলোকচিত্র সহ আলোচিত ও সমাদৃত হয়েছে। খুব শীঘ্রই আনন্দী-র ইদনানা ক্রিয়েশনস্ হীরের অলঙ্কার এর জগতে প্রবেশ করছে। এই পুরষ্কার নিত্যনতুন কাজে অনুপ্রেরনা যোগাবে বলে তিনি মনে করেন।
আনন্দী ছাড়াও এদিন অনন্য সৃজন সম্মান তুলে দেওয়া হয় বিশিষ্ট চিত্রশিল্পী সুব্রত ঘোষ, চলচ্চিত্র নির্মাতা শঙ্খ ঘোষ, মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবাঞ্জন পান এবং বিশিষ্ট নিউরো সার্জেন ডাঃ অমিতাভ চন্দের হাতে। কৃতিদের হাতে পুরস্কার তুলে দেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলী, চলচ্চিত্র নির্দেশক ও পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা সুদেষ্ণা রয়।
বিজ্ঞানী ও বিজ্ঞান বিষয়ক ‘নেচার’ পত্রিকার লেখিকা কে সম্মান জানালো ভাষা সংসদ-অনুবাদ পত্রিকা….।
More from CultureMore posts in Culture »
- শরৎ কালকে আলিঙ্গন, সাতদিন ব্যাপী কলকাতায় চলবে অভিনব শরৎ-উৎসব “শেফালী”….।
- জন্মশতবর্ষ পূর্তিতে সুচিত্রা মিত্রকে শ্রদ্ধাঞ্জলি…।
- বিধান নগর রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্রের সুবর্ন জয়ন্তী বর্ষের উৎসব শুরু হলো….।
- Global Excellence Awards: IEM-UEM and Rotary Club Honour Innovators….
- কল্যাণী বিশ্ববিদ্যালয় জন্মভূমিতে বিভূতি-জন্মোৎসব উদযাপিত হলো…..।
- ঠনঠনে কালী…..।
More from EntertainmentMore posts in Entertainment »
- শরৎ কালকে আলিঙ্গন, সাতদিন ব্যাপী কলকাতায় চলবে অভিনব শরৎ-উৎসব “শেফালী”….।
- Rudra The Beginning….
- D2C Brand Libas Accelerates Growth in Bridal Fashion Category with New Lajpat Nagar Flagship Store…..
- দ্বিতীয় বার্ষিক বিদ্যাসাগর শিক্ষা রত্ন ও বিদ্যাসাগর সমাজ কল্যাণ রত্ন পুরষ্কার প্রদান….।
- সল্টলেকে রবীন্দ্র ওকাকুরা মঞ্চে ‘বং সিনেমাটিক’ সংস্থার বঙ্গশ্রী সম্মানে সম্মানিত হলেন আইনী সংবাদদাতা মোল্লা জসিমউদ্দিন…..।
- প্রেসক্লাবে ১৪ তম বঙ্গ শিরোমনি সম্মান প্রদান উৎসব ২০২৪….।
More from InternationalMore posts in International »
- শরৎ কালকে আলিঙ্গন, সাতদিন ব্যাপী কলকাতায় চলবে অভিনব শরৎ-উৎসব “শেফালী”….।
- জন্মশতবর্ষ পূর্তিতে সুচিত্রা মিত্রকে শ্রদ্ধাঞ্জলি…।
- এনএক্সটি মোবিলিটি এনার্জি প্রাইভেট লিমিটেড’ কলকাতায় এই প্রথম ই স্কুটার ডিস্ট্রিবিউটরশিপের সূচনা করলো….।
- বেদে” বিশ্বকর্মাকে সনাতন পুরুষ বা অজাত বলে বলা হয়েছে ৷ তিনি বিশ্বস্রষ্টা ও সর্বজ্ঞ….।
- বিধান নগর রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্রের সুবর্ন জয়ন্তী বর্ষের উৎসব শুরু হলো….।
- কল্যাণী বিশ্ববিদ্যালয় জন্মভূমিতে বিভূতি-জন্মোৎসব উদযাপিত হলো…..।
Be First to Comment