আগামী রবিবার ২২শে মার্চ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি দেশবাসীর কাছে অনুরোধ করেছেন সকল ভারতীয় সাধারণ নাগরিক যেন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্য্যন্ত #জনতা কার্ফুর# নিয়ম পালন করেন। বিকেল ৫টার সময় সাইরেন বাজবে। সেই সময় বাড়ির বারান্দায় অথবা ঘরের মধ্যে হাততালি বা থালা বাটি বাজিয়ে এই সময়ে যে সমস্ত মানুষ নাগরিক সেবায় নিয়োজিত তাদের সন্মান জানাতে এই সাধু উদ্যোগ। ৫মিনিট ধরে চলবে এই উদ্যোগ। ৬৫ বছর উর্দ্ধে সমস্ত প্রবীণ ব্যক্তি ও ১০ বছরের নীচে শিশুদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
যে সকল মানুষ আপনার অধীনে কাজ করে তিনি যদি করোনার কারণে কাজে যোগদান করতে না পারেন অনুগ্রহ করে তাদের পয়সা কাটবেন না। মনে রাখতে হবে তাদের পরিবার আপনার উপর নির্ভরশীল। প্রয়োজন অতিরিক্ত নিত্য নৈমিত্তিক জিনিষ মজুত করে অপরের অসুবিধার কারণ হবেন না। অকারণে কেউ ঘরের বাইরে বের হবেন না।
Be First to Comment