# প্রজাপতির ডিম # Nature’s Beautiful Creation.#
মৌমিতা মাইতি : ১৫ জুলাই, ২০২০। সত্যি কথা বলতে কি শুনতেই অবাক লাগে প্রজাপতির ডিম!এই পৃথিবীতে নানা ধরণের ডিম নিয়ে আলোচনা বা জানা গেলেও প্রজাপতির ডিম নিয়ে বিশেষ কোথাও খুব বেশি আলোচনা হয়েছে বলে জানা নেই।
এই ছবিগুলি দেখে কার কি মনে আসবে জানি না। তবে আমি খানিকটা অবাক হয়েছিলাম। প্রজাপতির সাথে সাথে তাদের ডিমেও এত বৈচিত্র্য সত্যি অভাবনীয়। নিখুঁত ভাবে তৈরি জীবন এগিয়ে নিয়ে যাওয়ার সম্পদটি।
প্রজাপতির জীবনের প্রথম ধাপটি শুরু হয় প্রথমে একদম ছোট ছোট ডিমের মধ্যে। প্রজাপতির ডিম হতে পারে অনেক আকৃতি ও রঙের। ডিম গুলি দেখে মনে হতে পারে যে এটি খুব সহজেই হয়ত ভেঙ্গে যাবে কারণ এর উপরের অংশ অনেক নরম ও তুলতুলে।
তবে প্রজাপতির ডিমের উপরের আবরণ খুব জটিল এক প্রক্রিয়ায় তৈরি যা সহজে ভেঙ্গে বা ফেটে যাবার নয়। প্রজাপতির ডিমের একেবারে উপরে মাইক্রো-পাইল নামে রয়েছে ছোট একটি ছিদ্র। এই ছিদ্রটি দিয়ে ডিমের ভেতরে বাতাস এবং জল প্রবেশ করে।
ছবি সংগৃহীত।
Be First to Comment