গোপাল দেবনাথ : কলকাতা, ৫ নভেম্বর, ২০২৩। গভীর মননশীল বিষয়কে শুধু গভীরভাবেই নয়, তাকেও যে অত্যন্ত হালকা চালে উপস্থাপন করা যায় তা আজ থেকে ১২৫ বছর আগে বুঝিয়ে দিয়েছেন এই বিশ্বের গর্ব স্বামী বিবেকানন্দ। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি কালোকে কালো, সাদাকে সাদা বলেছেন নিরপেক্ষভাবে। প্রবন্ধ রচনার ক্ষেত্রে বারবার বাংলা গদ্যের স্বাভাবিক অথচ বলিষ্ঠরূপ দেখিয়েছেন তিনি। বিবেকানন্দের শিল্পবোধ ও প্রবন্ধ ভাবনার উপর বইপাড়ায় অত্যন্ত জনপ্রিয় প্রকাশক দে’জ-এর বিপণিতে উদ্বোধন হল ‘বিবেকানন্দের প্রাচ্য ও পাশ্চাত্য’। গ্রন্থটির লেখক অধ্যাপক ডঃ সুখেন বিশ্বাস উপস্থিত সাংবাদিকদের বলেন, “শুধু শিল্পসৃজন নয়, স্বদেশপ্রীতি-স্বধর্মবোধ ও স্বজাতিপ্রীতিই ছিল বিবেকানন্দের প্রবন্ধ রচনার প্রেরণা। প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতার বিভিন্ন দিক একাকার করেছেন স্বামীজি। এই বইয়ে সেটিই তুলে ধরা হয়েছে।”
এই দিনের বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দে’জ পাবলিশিং-এর কর্ণধার সুধাংশুশেখর দে, সুভাষ দে, উদ্দালক দে, সুদীপ্ত দে প্রমুখ। উনিশটি প্রবন্ধে সমৃদ্ধ এই বইটিতে রয়েছে প্রাচ্য ও পাশ্চাত্যের ইতিহাস, ধর্ম, দর্শন, সমাজনীতি, রাজনীতি ইত্যাদি সমন্বয় ভাবনার বিশ্লেষণী দিক। স্বামীজির ‘প্রাচ্য ও পাশ্চাত্য’ প্রতিটি প্রবন্ধের বিশ্লেষণও রয়েছে এই গ্রন্থে। আশা করা যায় এই গ্রন্থটি পাঠকদের হৃদয় ছুঁয়ে যাবে।
Be First to Comment