শতরূপা সান্যাল – বিশিষ্ট প্রযোজক ও চলচ্চিত্র পরিচালক।
দরজাটা চেনা, সিঁড়িটাও পরিচিত
অজস্রবার হেঁটে গেছো এইখানে
এই পথে যেতে আজ কেন মনে হল
বদলেই গেছে এখানে আসার মানে?
হতে পারে এই সিঁড়িটাই স্যাঁতসেঁতে
হতে পারে এই দরজাটা জং ধরা
হতে পারে কেউ দেয়না এখানে ঝাঁট
হতে পারে এই পথটুকু ধুলো ভরা।
এখন তোমার প্রাসাদের ব্যালকনি
ধূমায়িত কফি খানদানি আসবাব
মার্বেল মেঝে, ঝকঝকে ঘর-দ্বার
পূব দক্ষিণে রৌদ্রের উত্তাপ।
তবু এসো এসো ,এই পথে স্বাগতম
ইঁটকাঠও দেখো জীবন্ত হয়ে ওঠে
ফিসফিস করে ,”আজও ভালোবাসি তোকে
যেমন বেসেছি আনন্দে-সংকটে….”


Be First to Comment