গোপাল দেবনাথ – দ্য হিমালয়া ড্রাগ কোম্পানি পশ্চিমবঙ্গে নিয়ে এসেছে তাদের ফ্ল্যাগশিপ উদ্যোগ “মুসকান” যার মাধ্যমে “ঠোঁট” কাটা বিষয়ে সচেতনতা প্রচার করা যায়। স্মাইল ট্রেন ইন্ডিয়ার সাথে যৌথ ভাবে উপস্থাপন করছে এক নতুন অভিযান “এক মুঠো হাসি” দ্য হিমালায়া ড্রাগ কোম্পানি পশ্চিমবঙ্গে তাদের ফ্ল্যাগশিপ উদ্যোগ “মুসকান” নিয়ে এসেছে পিছিয়ে পড়া শ্রেণীর শিশু যারা শিশু বয়স থেকে ঠোঁট কাটা সমস্যায় ভুগছে তাদের চিকিৎসার জন্য লিপ কেয়ার কলকাতার এক পাঁচতারা হোটেল এক মুঠো হাসি লঞ্চ করেছে। হিমালয়া ও স্মাইল ট্রেন ইন্ডিয়া যারা বিশ্বের সব থেকে বড় ঠোঁট কাটা মোকা বিলার সব থেকে বড় দাতব্য সংস্থা। এই সংস্থা বিনামূল্যে ঠোঁট কাটা সার্জারির সুযোগ দিচ্ছে। এই অনুষ্ঠানে অভিজ্ঞ ডাক্তার বাবুরা জানালেন পশ্চিমবঙ্গের নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্যদের প্রতি ৭০০জনের মধ্যে এক জনের এই সমস্যায় আক্রান্ত হতে দেখা যায়। এই বিষয়ের উপর প্রচারের মুখ্য উদ্যেশ্য হলো সবার মুখে হাসি ছড়িয়ে দেওয়া। বিশিস্ট সঙ্গীত শিল্পী ঊষা উথুপ যিনি সবসময় সমাজের সেবা মূলক কাজের সাথে যুক্ত থাকেন, তিনি নিজে উপস্থিত থেকে এই উদ্যোগ কে সমর্থন জানিয়েছেন এবং উপস্থিত শিশুদের সাথে থেকে গান গেয়ে আনন্দ দিয়েছেন। এই অনুষ্ঠানের সার্থকতা নিয়ে বক্তব্য রাখেন বিজনেস ডিরেক্টর কনজিউমার প্রোডাক্ট ডিভিশন হিমালায়া ড্রাগ কোম্পানি রাজেশ কৃষ্ণমূর্তি। হিমালায়া ব্র্যান্ড এর মুলদর্শন “খুশ রহ খুশাল রহো”। এই অনুষ্ঠানে যে সকল মুখ্য অতিথিরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন তারা হলেন মিসেস মমতা ক্যারল, ডঃ পার্থ প্রতিম গুপ্ত, ডঃ এস. এ. ফয়জল। উপস্থিত ডাক্তারবাবুরা এই ঠোঁট কাটা সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় বাতলে দেন। বলেন মাত্র ৪৫ মিনিটের অপারেশনে পুরোপুরি সেরে ওঠা সম্ভব অথচ এক পয়সা খরচ করার প্রয়োজন নেই, শুধু মাত্র সচেতন হলেই এটা সম্ভব হবে। তবে শিশুর বয়স ৬মাসের নিচে হলে ভালো হয়। উষা উথুপ বললেন শিশুরা আমাদের দেশের সম্পদ ও ভবিষ্যৎ। কাজেই কোন কিছুই তাদের সপ্নপুরণে বাধা হয়ে উঠতে পারে না। সকলেই শিশুদের মুখে হাসি দেখতে চায়, ঠোঁট কাটার কারণে হাসি চলে যাক এটা কেউ চায়না। একটু সচেতন হলে এই সমস্যা চির তরে চলে যাবে এবং শিশুরাও মন খুলে হাসতে পারবে। এই সংস্হা এই পরিষেবা এর আগে অন্য রাজ্যে দিয়েছে বলে জানা গেল এই সাংবাদিক সম্মেলনে।
পশ্চিমবঙ্গে কাটা ঠোঁট চিরতরে বিদায় জানাতে “মুসকান”
More from GeneralMore posts in General »
- নবদ্বীপের অধিষ্ঠাত্রী দেবী পোড়ামা….।
- পরিবারে একত্রিত, বয়সে বিভক্ত: হেল্পএজ ইন্ডিয়ার প্রতিবেদন আন্তঃপ্রজন্মীয় বন্ধন কে জোরদার করার আহ্বান জানায়…।
- নতুন সংসার শুরু করার স্বপ্ন স্বামী স্ত্রীর চোখে, ভালোবাসার হাসি, প্লেনে চড়ার আনন্দ, বিদেশ যাত্রা সব কিছু কেমন যেন আকাশ এই মিলিয়ে গেল আর হঠাৎ করে হয়ে গেল সবাই আকাশের-তারা…।
- Lupin Receives Tentative Approval from U.S. FDA for Oxcarbazepine ER Tablets….
- ইংরেজি দৈনিক ইকো অফ ইন্ডিয়া গ্রুপের বিশ্ব পরিবেশ দিবস পালন…।
- Cycling is Faster than Perceived – Beats Cars in Congested Corridors….
Be First to Comment