মারা গেল বিশ্বের বয়স্কতম কুকুর ববি
বাবলু ভট্টাচার্য : বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর ববি মারা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর। জানিয়েছে গিনেস বুক অফ রেকর্ডস।
সাধারণত এই জাতের কুকুর ১০ থেকে ১৪ বছর বয়স পর্যন্ত বাঁচে। কিন্তু পর্তুগালের ববি বেঁচেছিল ৩১ বছর পর্যন্ত। গিনেস বুক অফ রেকর্ডসের মতে, ববিই ছিল বিশ্বের বয়স্কতম কুকুর।
ববি ছিল রেফেইরো দো অ্যালেনতেজো জাতের কুকুর। এই কুকুর সাধারণত ‘গার্ড ডগ’ হয়। পুরোটা জীবন সে মধ্য পর্তুগালের একটি গ্রামে কাটিয়েছে।
১৯৯২ সালের ১১ মে ববির জন্ম। তার মালিক লিওনেল কোস্তার বয়স তখন আট বছর।
লিওনেল এই বছরের শুরুতে জানিয়েছিল- আমরা যা খাই, ববিও সেটাই খায়। খোলা হাওয়ায় বড় হয়েছে। তাকে কখনই শিকলে বাঁধা হয়নি।
এই বছরের ফেব্রুয়ারিতে ববিকে বিশ্বের সবচেয়ে বেশি বয়সি কুকুর হিসাবে চিহ্নিত করে গিনেস বুক।
গিনেস বুকের কর্মকর্তারা জানিয়েছেন, তারা ববির মৃত্যুতে মর্মাহত। ববিই ছিল বিশ্বের সবচেয়ে বেশিদিন বাঁচা কুকুর। সে ৩১ বছর ১৬৫ দিন বেঁচেছিল।
গিনেস বুক জানাচ্ছে, ববির ৩১তম জন্মদিনের পার্টিতে একশজন অতিথি এসেছিলেন।
ববি যে প্রজাতির কুকুর ছিল, তারা মূলত ভেড়াকে পাহারা দেয়। তাই তাদের রক্ষী কুকুর বলা হয়।
গিনেসের রেকর্ডে থাকা এর আগে সবচেয়ে বেশিদিন বাঁচা কুকুর ছিল অস্ট্রেলিয়ায়, সে ২৯ বছর পাঁচ মাস বেঁচেছিল। ১৯৩৯ সালে সে মারা যায়।
সূত্র : এপি/এএফপি/ রয়টার্স
Be First to Comment