মোল্লা জসিমউদ্দিন: ১৭ই জানুয়ারি ২০২০ বছর পঞ্চাশের এক বৃদ্ধা গভীর রাতে পথ হারিয়ে একাকী ছিল চরম অনিশ্চয়তায়। ঠিক সেইসময় টহলরত পুলিশ কর্মীরা তাকে দেখতে পান। “কোথায় বাড়ী? এত রাতে কি করছেন? এখানে কারও বাড়ী এসেছেন কিনা? “এই বিধ নানান প্রশ্নের উত্তর মেলেনি তখন, তাই থানায় এনে রাতের খাবার খাইয়ে মানবিক পুলিশ খুঁজে পেল তার ঠিকানা। ঠিকানা জানবার সাথেসাথেই সেখানকার থানায় খবর দিয়ে তুলে দেওয়া হল পরিবারের হাতে। পরিবারের লোকজন খুবই খুশি পুলিশের এহেন ভূমিকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলকোট থানার সিঙ্গত গ্রামে।মঙ্গলকোট ওসি মিঠুন ঘোষ জানিয়েছেন – “গত বুধবার গভীররাতে টহলকারী পুলিশের গাড়ি নুতনহাট কাটোয়া সড়কপথে সিঙ্গত বাসস্ট্যান্ড এলাকায় বছর পঞ্চাশের এক বৃদ্ধা কে দেখতে পান। আংশিক স্মৃতিভ্রংশ ওই বৃদ্ধা সঠিক ঠিকানা বলতে পারেননি। তাই আমরা দায়িত্ব নিয়ে থানায় এনে ঠিকানা উদ্ধার করে বাড়ির লোকজনদের হাতে তুলে দিই”। জানা গেছে, আরতি সাঁতরা নামে ওই বৃদ্ধা নিকটাত্মীয় বাড়ীতে যাবার সময় ভুলবাসে চেপে পড়লে এই বিপত্তি ঘটে। দেওয়ানদিঘী থানার বালিশা গ্রামে ধানু সাঁতরার স্ত্রী আরতি সাঁতরা আংশিক স্মৃতিভ্রংশ। তাই সহজেই ঠিকানা না বলতে পারায় এই পথ হারিয়ে যাওয়ার ঘটনা টি ঘটে।বৃহস্পতিবার দুপুরে মঙ্গলকোট থানায় বৃদ্ধা কে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মঙ্গলকোট থানার এহেন মানবিক সক্রিয়তার ঘটনায় সাধুবাদ জানিয়েছেন পূর্ব বর্ধমানের গ্রামীণ (কাটোয়া ও কালনা) পুলিশসুপার ধ্রুব দাস।
পথহারা বৃদ্ধা কে বাড়ি ফেরালো মঙ্গলকোট পুলিশ…
More from GeneralMore posts in General »
- ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম-রাজ্য ব্যাপী সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের নতুন সংগঠন….।
- “গৌরপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া”….।
- সবুজ-মেরুন শিবিরকে হারিয়ে দিল লাল-হলুদ ছোটো ব্রিগেড…।
- ভ্যালেন্টাইন ডে ইরানীর ক্যালেন্ডার লঞ্চ
- মোহনবাগানের নির্বাচনের দিন ঘোষণা হবে আগামী শনিবার….।
- What is PCOS? A Comprehensive Guide to Understanding Polycystic Ovary Syndrome….
Be First to Comment