মধুমিতা শাস্ত্রী: ৫ জুন, ২০২০। অভিনেতা ও সংসদ সদস্য দেব নেপালে আটকে পড়া ৩৬ জন শ্রমিককে ফিরিয়ে আনলেন। এঁরা সবাই নেপালে গয়নার দোকানে কাজ করতেন। দেব তার ট্যুইটার হ্যান্ডেল @ idevadhikari- তে একথা নিজেই জানিয়েছেন। তবে দেব এজন্য ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্যান্য পদাধিকারীদের। যাঁরা এই কাজটি করতে তাঁর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এই ৩৬ জনই ঘাটালের বাসিন্দা, যে লোকসভা এলাকা থেকে জিতে দেব সংসদ সদস্য হয়েছেন। ট্যুইটে দেব জানিয়েছেন যে, এই উদ্ধারকার্য় ছিল যথেষ্টই কঠিন কাজ। কিন্তু তাঁরা এই কঠিন কাজটি সম্পূর্ণ করতে পেরেছেন। ঐ ৩৬ জনের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন কামনা করেছেন দেব।
এদিকে এদিনই দেবের বান্ধবী রুক্মিণী মৈত্র ট্যুইট করে একটি সিনেমার পোস্টার শেয়ার করেছেন। পোস্টারটি ‘সওদা’ নামে একটি ছবির। যে পোস্টারে দেব ও রুক্মিণীর ছবি দেখা যাচ্ছে। ছবিটিতে পরিচালক হিসেবে রাজা চন্দের নাম লখা রয়েছে। তবে ছবিটির নীচে মুক্তির দিন দেওয়া রয়েছে ২০১৯ সাল। তবে কি ছবিটি কোনো কারণে আটকে গিয়েছে? না, আসলে ছবিটি নির্দিষ্ট সময়েই মুক্তি পেয়েছিল। তবে, ছবিটির নাম বদলে গিয়েছিল। ‘সওদা’ থেকে ছবিটির নামকরণ করা হয়েছিল ‘কিডন্যাপ’। এই ছবিটির এক বছর পূর্তি উপলক্ষ্যে খবরটি ট্যুইটারে শেয়ার করেছেন রুক্মিণী। এদিকে ফুটবলার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবনী নিয়ে তৈরী ছবি ‘গোলন্দাজে’র আটকে পরা কাজ শীঘ্রই শুরু হবে বলে জানা যাচ্ছে। সম্প্রতি লকডাউনের মধ্যে ‘গোলন্দাজ’ ছবিটি নিয়ে একটি অনলাইন আড্ডাতেও অংশে নেন দেব।
Be First to Comment