গোপাল দেবনাথ: কলকাতা, ১জুন, ২০২০।নেতাজী ওয়েলফেয়ার সোসাইটি নর্থ কলকাতা ট্রাস্ট, বেলঘরিয়ায় এক নম্বর আর এন ঠাকুর রোডে অভিনব রক্তদান কর্মসূচির আয়োজন করে। আজ বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মহামারীতে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। ভারতবর্ষ সহ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের নানা প্রান্তে এই মহামারী ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে কয়েকশো মানুষের প্রাণহানি হয়েছে। এই করোনা ভাইরাসের মহামারীর সাথে পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে গিয়েছে প্রবল ঘূর্ণিঝড় আমফান। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল ছারখার করে দিয়েছে। বহু মানুষের জীবন হানির সাথে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। আজ বঙ্গবাসীর জীবন চূড়ান্তভাবে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এরই মধ্যে রক্তের অভাবে থ্যালাসেমিয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগী অকালেই মারা যাচ্ছেন। এই গ্রীষ্মের সময়ে রক্তদান অত্যন্ত প্রয়োজন। এই রক্তদান কর্মসূচি পালন করে সোসাইটির সভাপতি সুদেব দে ও সম্পাদক ইন্দ্রনাথ ঘোষ বলেন এই দুর্যোগের পরিস্হিতির মধ্যেও একশো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন। সামাজিক দূরত্ব ও নিয়মবিধি মেনেই রক্তদান কর্মসূচি পালন করা হল। সোসাইটির প্রতিষ্ঠাতা অনিমেশ পাত্র বলেন ইতিমধ্যে এক লাখ বৃক্ষ রোপণ ও বৃক্ষদান কর্মসূচি পালন করা হয়েছে এবং এই লকডাউন চলাকালীন পয়তাল্লিশ দিন ধরে তারা একশো তিরিশটি পরিবারকে রান্না করা খাবার পৌঁছে দিয়েছে প্রতিটি বাড়িতে।
ছবি ও তথ্য সহায়তা- সুবল সাহা।
Be First to Comment