গোপাল দেবনাথ – সারা ভারতবর্ষ জুড়ে এন আর সি ও নাগরিকত্ব বিলের প্রতিবাদে সারা ভারতজুড়ে দাবানলের মত আগুন জ্বলছে। ইতিমধ্যে বহু সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে। যে আগুনের শিখা আসাম থেকে শুরু হয়েছিল, লোকসভা ও রাজ্যসভায় বিল পাশ হওয়ার পর এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও ছাত্রীরা প্রতিবাদে সরব হয়েছে। বিভিন্ন রাজ্যে বাস,ট্রেন, গাড়ি ও মোটরসাইকেলে অগ্নি সংযোগ করেছে প্রতিবাদীরা। এর ফলে সরকারকে কোটি কোটি টাকার লোকসানের সম্মুখীন হতে হয়েছে। রাজ্যে রাজ্যে এই ঘটনা দেখার পর আমাদের রাজ্যের বামপন্থী ছাত্ররা চুপ করে থাকা সমীচীন নয় ভেবে শহর কলকাতার রাজপথে প্রতিবাদে সামিল হল। এই নাগরিকত্ব সংশোধনী আইন ও এন আর সি র প্রতিবাদে গর্জে উঠল বাম ছাত্র সংগঠনের সদস্যরা। আজ সোমবার ছাত্র ধর্মঘটের সমর্থন সহ এন আর সির প্রতিবাদে কলকাতার বিভিন্ন জায়গা থেকে মিছিল বেরোয় বাম ছাত্র সংগঠনগুলির। আগামী ৮ জানুয়ারি রাজ্য জুড়ে
পড়াশোনার খরচ কমানোর দাবি সহ একাধিক দাবিতে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন। এসএফআই সহ চারটি বাম ছাত্র সংগঠন এআইএসএফ, পিএসইউ ,এআইএসবি – র মিলিত প্রয়াসে এই ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। শিক্ষাক্ষেত্রে অতিরিক্ত ফি বৃদ্ধির বিরুদ্ধে ছাত্র ধর্মঘটের ডাক দেয় ছাত্র ফেডারেশন।পাশাপাশি এনআরসি ,সিএএ কোনও ভাবেই হতে দেবেনা এই বাংলায় সেই সব কিছুর প্রতিবাদে শিয়ালদহ, হওড়া থেকে মিছিল করে রানি রাসমণি রোডে এসে সেই মিছিল শেষ করে বাম ছাত্র সংগঠনের তরফে চারটি সংগঠনের বিশাল মিছিল।এনআরসি মানছি না মানবোনা এই স্লোগানে এগিয়ে যায় বাম ছাত্র সংগঠনের মিছিলগুলি।
নাগরিকত্ব সংশোধিনী আইন ও এন আর সি র প্রতিবাদে একাধিক বাম ছাত্র সংগঠন
More from GeneralMore posts in General »
- পরিবারে একত্রিত, বয়সে বিভক্ত: হেল্পএজ ইন্ডিয়ার প্রতিবেদন আন্তঃপ্রজন্মীয় বন্ধন কে জোরদার করার আহ্বান জানায়…।
- নতুন সংসার শুরু করার স্বপ্ন স্বামী স্ত্রীর চোখে, ভালোবাসার হাসি, প্লেনে চড়ার আনন্দ, বিদেশ যাত্রা সব কিছু কেমন যেন আকাশ এই মিলিয়ে গেল আর হঠাৎ করে হয়ে গেল সবাই আকাশের-তারা…।
- Lupin Receives Tentative Approval from U.S. FDA for Oxcarbazepine ER Tablets….
- ইংরেজি দৈনিক ইকো অফ ইন্ডিয়া গ্রুপের বিশ্ব পরিবেশ দিবস পালন…।
- Cycling is Faster than Perceived – Beats Cars in Congested Corridors….
- দুপুর বেলায় খাওয়া দাওয়ার পর্ব হল শেষ, বাংলাদেশে এই দিনটার গুরুত্ব অশেষ…।
Be First to Comment