Press "Enter" to skip to content

নাগরিকত্ব সংশোধিনী আইন ও এন আর সি র প্রতিবাদে একাধিক বাম ছাত্র সংগঠন

Spread the love

গোপাল দেবনাথ – সারা ভারতবর্ষ জুড়ে এন আর সি ও নাগরিকত্ব বিলের প্রতিবাদে সারা ভারতজুড়ে দাবানলের মত আগুন জ্বলছে। ইতিমধ্যে বহু সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে। যে আগুনের শিখা আসাম থেকে শুরু হয়েছিল, লোকসভা ও রাজ্যসভায় বিল পাশ হওয়ার পর এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও ছাত্রীরা প্রতিবাদে সরব হয়েছে। বিভিন্ন রাজ্যে বাস,ট্রেন, গাড়ি ও মোটরসাইকেলে অগ্নি সংযোগ করেছে প্রতিবাদীরা। এর ফলে সরকারকে কোটি কোটি টাকার লোকসানের সম্মুখীন হতে হয়েছে। রাজ্যে রাজ্যে এই ঘটনা দেখার পর আমাদের রাজ্যের বামপন্থী ছাত্ররা চুপ করে থাকা সমীচীন নয় ভেবে শহর কলকাতার রাজপথে প্রতিবাদে সামিল হল। এই নাগরিকত্ব সংশোধনী আইন ও এন আর সি র প্রতিবাদে গর্জে উঠল বাম ছাত্র সংগঠনের সদস্যরা। আজ সোমবার ছাত্র ধর্মঘটের সমর্থন সহ এন আর সির প্রতিবাদে কলকাতার বিভিন্ন জায়গা থেকে মিছিল বেরোয় বাম ছাত্র সংগঠনগুলির। আগামী ৮ জানুয়ারি রাজ্য জুড়ে
পড়াশোনার খরচ কমানোর দাবি সহ একাধিক দাবিতে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন। এসএফআই সহ চারটি বাম ছাত্র সংগঠন এআইএসএফ, পিএসইউ ,এআইএসবি – র মিলিত প্রয়াসে এই ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। শিক্ষাক্ষেত্রে অতিরিক্ত ফি বৃদ্ধির বিরুদ্ধে ছাত্র ধর্মঘটের ডাক দেয় ছাত্র ফেডারেশন।পাশাপাশি এনআরসি ,সিএএ কোনও ভাবেই হতে দেবেনা এই বাংলায় সেই সব কিছুর প্রতিবাদে শিয়ালদহ, হওড়া থেকে মিছিল করে রানি রাসমণি রোডে এসে সেই মিছিল শেষ করে বাম ছাত্র সংগঠনের তরফে চারটি সংগঠনের বিশাল মিছিল।এনআরসি মানছি না মানবোনা এই স্লোগানে এগিয়ে যায় বাম ছাত্র সংগঠনের মিছিলগুলি।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.