Press "Enter" to skip to content

নতুন প্রজন্মকে ব্যবসাতে উৎসাহ দিতে টাইকন-২০২০

Spread the love

সুজিৎ চট্টোপাধ্যায়: কলকাতা,১০ই জানুয়ারি২০২০ নতুন প্রজন্মকে ব্যাবসাতে উৎসাহ দিতে কেন্দ্রীয় সরকার স্বরোজগার প্রকল্পে ২০২৪ এর মধ্যে ৫০ হাজার স্টার্ট আপ এর লক্ষ্য রাখা হয়েছে। সহজে ব্যাবসা করার ক্ষেত্রে ৬৫ ধাপ উঠে আমরা এখন ৭৭ ধাপে ২০১৪ সালে যা ছিল ১৪২ লক্ষ্য ৫০ ধাপে উঠে আসা ছোট উদ্যোগ পতিদের আর্থিক সহায়তার এমএসএমই ক্ষেত্রের সঙ্গে যুক্ত উদ্যোগপতিদের ঋণ পেতে সমস্যা না হয় তার জন্য গ্যারেন্টি ১ লক্ষ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। এই কথা ২০১৯ সালে সংসদের দুই কক্ষে বলেছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
কিন্তু নতুন প্রজন্ম কে ব্যবসাতে উৎসাহী করতে প্রয়োজন সঠিক প্রশিক্ষণ। আর￰ সেই কাজ টি করতে উদ্যোগী হয়েছে টাইকন কলকাতা। গত কুড়ি বছর ধরে টাইকন কলকাতা উদ্যোগপতিদের নিয়ে এক সামিট আয়োজন করছে। এ বছরেও পূর্বাঞ্চলে সবচেয়ে বৃহৎ এন্টারপ্রেনেরশিপ সামিট
টাইকন ২০২০ অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার এক পাঁচতারা হোটেল। দুদিন ব্যাপী এই সামিট শুরু ১৬ জানুয়ারি।
দি হট পিচ, স্টার্ট আপ এগজিবিশন, দি কলকাতা স্টোরি, ফোকাসড মাস্টারক্লাস, দ্য কলকাতা এওয়ার্দস। এই পাঁচটি বিষয় নিয়ে সামিট অনুষ্ঠিত হবে। এবার সামিটে নাম অন্তর্ভুক্তি করেছেন প্রায় ৮০০ নয়া উদ্যোগপতি। ব্যাবসায় মূলধন লগ্নি করে সহায়তা করতে এগিয়ে এসেছেন প্রায় ১৫০ পুঁজিনিবেশক। বেছে নেওয়া হবে ৫০ জন উৎসাহী নব্য ব্যবসায়ীদের। পুঁজিনিবেশের পরিমাণ ২ কোটি টাকা থেকে ৭ কোটি টাকা পর্যন্ত। নতুন প্রজন্মের উৎসাহী ব্যবসায়ীদের নিজেদের অভিজ্ঞতা ও পরামর্শ দিতে ২ দিন ব্যাপী এই সামিটে উপস্থিত থাকবেন ব্যবসা জগতের সফল ব্যক্তিত্বরা। উপস্থিত থাকবেন ওয়ান

এমবিওয়াইওয়ানএম-এর প্রতিষ্ঠাতা শ্রমণা মিত্র, সস্তা সুন্দরের প্রতিষ্ঠাতা বিএল মিত্তল, হিডকো প্রধান দেবাশিস সেন, হানড্রেডএক্সভিসি প্রতিষ্ঠাতা ও অংশীদার সঞ্জয় মেহেতা, প্রাক্তন সিএফও ওলা, বর্তমানে হেড অফ ফিনান্স এন্ড সিএফও বুক মাই শো মিতেশ শাহ, সান এন্ড সান্ডস্ অ্যাডভাইসরস্ কো. লিমিটেডের সিইও রাহুল নরভেকর, পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত, গুগুল প্লে’র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার কানন রাই, আর্থা ভেঞ্চার ফান্ডের অনিরুদ্ধ দামানি, এসএমই বিজনেস ডেভেলপমেন্ট ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর ভাইস প্রেসিডেন্ট রচনা ভূসারি, অশোকা ইউনিভার্সিটির ডিন অফ গ্লোবাল এডুকেশন অ্যান্ড স্ট্রাটেজি প্রোগ্রাম ড. ভনিতা শাস্ত্রী, ইন্ডিয়া অ্যাঞ্জেলস নেটওয়ার্ক এর সিওও দিগ্বিজয় সিং, ফিফটিকে ভেঞ্চার এর এমডি ও সিইও সঞ্জয় এনি শেট্টি, মান্যবর এর সিএফও দলপত জৈন এবং স্টক এজ এর কোফাউন্ডার বিবেক বাজাজ। সামিটের উদ্যোক্তা দ্য ইন্ডাস এনটারপেনাস (টাই) এর প্রতিষ্ঠা হয় সিলিকন ভ্যালিতে, ১৯৯২ সালে। পৃথিবীর সর্ববৃহৎ অলাভজনক এই সংগঠনের কর্মকান্ড চলে বিশ্বের ১৯ টি দেশের ৬১ টি কেন্দ্রে। সংগঠনের ৪০০ সদস্য পৃথিবী জুড়ে নয়া উদ্যোগপতিদের ব্যবসা সংক্রান্ত অনুশীলন ও পুঁজি লগ্নিকরণের ব্যবস্থা করেন। বৃহস্পতিবার কলকাতায় টাই এর তরফে আয়োজিত আসন্ন টাইকন ২০২০ সামিটে বিস্তারিত জানালেন টাই কলকাতার প্রেসিডেন্ট অভিষেক রুমতা, ভাইস প্রেসিডেন্ট ড. দীপক দপ্তরি, ম্যানেজিং পার্টনার ট্যাক্সমন্ত্র গ্লোবাল এবং টাইকন ২০২০ চেয়ারম্যান অলোক পাটনিয়া, সস্তা সুন্দর ডট কমের প্রতিষ্ঠাতা বিএল মিত্তাল এবং হাইপার একঞ্জেস এর সহ প্রতিষ্ঠাতা ও সিইও দীপাঞ্জন পুরকায়স্হ। আর্থ-সামাজিক ক্ষেত্রে সংকট এবং রাজনৈতিক অস্থিরতার বাতাবরণে নব্য ব্যবসায়ীদের সহযোগিতার জন্য আয়োজিত টাইকন কলকাতা ২০২০ সামিট এক নতুন পথের দিশা দেখাবে এই আশা করাই যায়।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.