মৌমিতা মাইতি: ১১ জুন, ২০২০। কোনো ক্ষেত বাড়িকে ও ক্যানভাস বানানো যায় সেই চেষ্টাই সফল করে দেখিয়েছেন মিস্টার শ্রীকান্ত। জাপানিরা অনেক নতুন কিছুর মধ্যে Paddy Art কেও বেছে নিয়েছে ট্র্যাডিশন হিসেবে। ধানের পাতার বিভিন্ন রং থাকার কারণে তা সম্ভব হয়েছে।
Black Panthar-
কিন্তু আমাদের ভারতে সবুজ পাতার ধানের ই পরিচিতি বেশী। অন্য কোনো রঙের ধান হতে পারে তা অনেকেরই জানার বাইরে।
Mr. Shrikant, Pune.
কিন্তু ভারতেরই এক ছোট্ট গ্রামে যেখানে আট হাজার মানুষের বসবাস সেখানে বসেই মিস্টার শ্রীকান্ত নিজের চেষ্টায় অন্য রঙের ধান গাছ ব্যবহার করে ধান ক্ষেত কেই বানিয়ে তুলেছেন ‘paddy art’ এর ক্যানভাস। কখনো পান্থার কখনো গণেশ …যা বছরে দু লাখের বেশী মানুষ কে আকৃষ্ট করে। এই আর্ট অনেক ছোট গ্রামগুলির পর্যটন ব্যাবসাকেও সাহায্য করবে বলে তিনি মনে করেন।
Black Rice.
তাই অন্য রঙের ধানের বীজ সংগ্রহ করে এ চেষ্টা যে বাংলাতেও করা যেতে পারে এমন চিন্তা ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
Violet Colur Paddy Field-
অন্য রঙের ধানের বীজ সংগ্রহ করে আমাদের বাংলার শিল্পীদের অনুরোধ এ ধরনের কাজে যুক্ত হওয়ায়..sand art যেমন আমাদের আকৃষ্ট করেছে.. এই শিল্পও যে পর্যটক টানবে এ আমার বিশ্বাস।
Be First to Comment