রাজর্ষি মজুমদার–
সন্ধ্যে বেলায় ছাদে উঠে হাঁটছি আমি একা
আকাশেতে চাঁদ উঠেছে তারা গুলো যায় দেখা।
আসে পাশের বাড়ির ছাদে সবাই দেখি খেলে
কেউ বা খেলে ক্রিকেট কেউ লাথি মারে বলে।
হাঁটতে হাঁটতে ভাবছি আমি কবে হবে শেষ
এই অসুখ থেকে মুক্তি পাবে কবে আমার দেশ।
আমার দেশে দূর্গা পূজায় কোটি কোটি টাকা
কেউ করছে মাটির ঠাকুর সোনা দিয়ে ঢাকা।
কেউ বা পরায় টাকার মালা নতুন বরের গলে
কোনো ঘরে হয়ত বা রুপোর প্রদীপ জ্বলে।
গরিব দেশে এই ভাবেতেই হচ্ছে অপচয়
অপব্যয়ের অবহেলায় লোকের পরিচয়।
মানুষ যদি না পায় খাদ্য, না পায় চিকিৎসা
কি লাভ তবে এসব করে ভাবি দিবা নিশা।
দুঃসময়ের মধ্যে বেঁচে ফিরে আসতে হবে,
বিলাসিতা, অপচয় ত্যাগ করলে তবে।
মানুষ পাবে সঠিক বিচার, প্রগতিশীল হবে,
দেশ আমাদের জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে।
Be First to Comment