গোপাল দেবনাথ – বাংলা সিরিয়াল সিনেমায় প্রতি নিয়ত দেখা যায় অভিনেত্রী দেবলীনা দত্ত কে। এই অভিনেত্রী কে দেখা যায় হিন্দি সিরিয়ালেও। হিন্দি ছবিতে কখনও দেখা যায়নি অভিনেত্রী দেবলীনা দত্তকে। এই প্রথমবার হিন্দি সিনেমার জন্য টলিউড থেকে বলিউডে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী দেবলীনা, পরিচালক তন্ময় রায়ের হাত ধরে হিন্দি ছবিতে অভিনয় করলেন দেবলীনা দত্ত। বহুদিনের স্বপ্ন পূর্ণ হতে চলেছে দেবলীনার। পরিচালক তন্ময়ের ‘রাজ নন্দিনী’ ছবিতে দর্শকরা দেখতে পাবেন অভিনেত্রীকে। কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সন্মেলনের মাধ্যমে মুক্তি পেল ‘রাজ নন্দিনী’ ছবির ট্রেলার ও মিউজিক।
‘রাজ নন্দিনী’ ছবির গল্প আবর্তিত হবে পূর্ণজন্ম এবং অলৌকিক ঘটনা অবলম্বনে। এক রাজবাড়ির ভিতরের রহস্যকে কেন্দ্র করে এগোবে এই ছবির গল্প। ১০০ বছরের এক পুরনো রাজবাড়িতে যায় দু-দল কলেজ পড়ুয়ারা।অনেকেই বলে ওই রাজবাড়িতে গেলে নাকি ফিরে আসেনা আর কেউ। কারণ ওই রাজবাড়িতে রাজ করে ‘রাজ নন্দিনী’-র আত্মা। আর এই নিয়েই এগোবে ছবির গল্প। ছবিতে মূল চরিত্রে দেখা যাবে দেবলীনা দত্তকে। তাছাড়াও ছবিতে দেখা যাবে সুদেশ বেরী, অমিত নাঙ্গিয়া, বিশ্বজিৎ চক্রবর্তী, সুধীর দত্ত ছাড়াও আরও অনেককে। অভিনেত্রী, পরিচালক, শিল্পী, কলাকুশলীদের আশা এই ছবি দর্শকদের মনে ধরবে।
Be First to Comment