গোপাল দেবনাথ: কলকাতা, ২৬ এপ্রিল ২০২০ সারা বিশ্ব আজ করোনা ভাইরাসের মহামারিতে আক্রান্ত। লক্ষ লক্ষ মানুষ এই রোগের শিকার হয়েছেন। ইতিমধ্যে দু’লক্ষের উপরে মানুষ প্রাণ হারিয়েছেন। বিশ্বের বহু দেশেই আজ রক্তের সংকট দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গ তথা কলকাতায় এখন রক্তের মহা সংকট দেখা দিয়েছে। থ্যালাসেমিয়া সহ বহু রোগীর রক্তের জরুরি প্রয়োজন দেখা দিয়েছে। এই রক্তের সংকটের মোকাবিলায় আজ দত্তবাগান শিশু মহল ক্লাবের পক্ষ থেকে সভাপতি প্রনব বোস ও অন্যতম সদস্য অভিজিৎ বোস এর স্বপ্রণোদিত উদ্যোগে ও সেন্ট্রাল ব্লাড ব্যাংক এর সহযোগিতায় সমস্ত সরকারি বিধি মেনে রক্তদান শিবিরের আয়োজন করেন।
এই ভ্রাম্যমান রক্তদান শিবিরে নারী পুরুষ মিলিয়ে ৩০ জন স্বেচ্ছা রক্তদাতা রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহ দিতে হাজির ছিলেন রাজ্যসভার সাংসদ ডাক্তার শান্তনু সেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Be First to Comment