গোপাল দেবনাথ : আমডাঙ্গা, ২০ অক্টোবর ২০২৩। আমডাঙা দক্ষিণপাড়া মহিলা সমিতি পরিচালিত সার্বজনীন দুর্গোৎসবের শুভ উদ্বোধন হলো গত বৃহস্পতিবার ১৯ অক্টোবর মহা পঞ্চমীর দিনে। এক নজিরবিহীন উদ্যোগ নিয়ে ছিলেন পূজা কমিটি যা সকলকে অবাক করে দিতে পারে। মহা পঞ্চমীর সন্ধ্যায় দুর্গা মায়ের মূর্তির শুভ উদ্বোধন করলো আমডাঙ্গা এলাকার এই বছরের মাধ্যমিকের কৃতি ছাত্র এলাকার সকলের প্রিয় সৌভিক ঘোষ। সাথে ছিলেন গ্রামের প্রধান রূপচাঁদ মন্ডল এবং গ্রাম সদস্য আমিনুল হক সহ বিশিষ্টজন।
দক্ষিণপাড়া মহিলা পুজো কমিটির এই বিশেষ উদ্যোগ এলাকার কৃতি ছাত্রকে দিয়ে পূজো উদ্বোধন করানো আমাদের সমাজ এবং সমস্ত ছাত্র-ছাত্রীদের পক্ষে একটি ভালো বার্তা বলা যেতে পারে। এটি একটি নজিরবিহীন দৃষ্টান্ত হয়ে থাকলো।
সকল পূজো কমিটি যদি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের এইভাবে সম্মান জানায় তাহলে তারা সমাজের কাছ থেকে খুব ভালো বার্তা পাবে বলে আমাদের বিশ্বাস এই কথা জানালেন এই পূজো কমিটির এক সদস্যা। আর এক সদস্যা উপস্থিত সাংবাদিকদের বলেন এই ধরণের উদ্যোগের ফলে মেধাবী ছাত্র ছাত্রীদের মনোবল আরও বাড়বে—তারাই তো আগামীর উজ্জ্বল নক্ষত্র। এই সব ছাত্র ছাত্রীরাই দেশ গড়ার কাজে একদিন নিবেদিত হবে। আমডাঙ্গা দক্ষিণপাড়া মহিলা পুজো কমিটির এই নব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।
Be First to Comment