————-আজ বিশ্ব থাইরয়েড দিবস———–
বাবলু ভট্টাচার্য: ঢাকা, আজ ২৫ মে। বিশ্ব থাইরয়েড দিবস। থাইরয়েড ফেডারেশন ইন্টারন্যাশনাল (TFI)-এর উদ্যোগে ২০০৮ সাল থেকে এই দিবসটি পালিত হচ্ছে । বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, সারাবিশ্বে প্রায় ৭৫ কোটি মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভুগছে। থাইরয়েড একটি হরমোনজনিত সমস্যা। ঘাড়ের কাছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসরিত হরমোন শরীরের মেটাবলিজমকে নিয়ন্ত্রণ এবং শরীরের প্রতিটি কোষকে প্রভাবিত করে। হরমোন শরীরের শক্তি, পুষ্টি ও অক্সিজেন উৎপাদন করতে সহায়তা করে। এর ব্যতিক্রম হলেই শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞরা বলেছেন, থাইরয়েড সমস্যা হলে হৃদস্পন্দন হ্রাস পায়, ঠাণ্ডায় স্পর্শকাতরতা বাড়ে, হাত অবশ অনুভূত হয়ে ঘাড়ের পরিবর্ধন শুরু হয়। তা ছাড়া কোষ্ঠকাঠিন্য, মেয়েদের মাসিকে প্রচুর রক্তপাত হওয়া এবং চুল ও ত্বকে শুস্কতা দেখা দেয়।
থাইরয়েড সমস্যা হলে মৃদু থেকে তীব্র ব্যথা অনুভূত হয়, ঘার নড়াচড়া করালে অথবা কোনো কিছু গিলে খেতে গেলে অস্বস্তি অথবা ব্যথা অনুভূত হয়। সর্দি, হাম অথবা মাম্পসের মতো ভাইরাসজনিত রোগের সময় এ রোগটি দৃশ্যমান বেশি হয়।
Be First to Comment