সুজিত চট্টোপাধ্যায় : সাংস্কৃতিক অবক্ষয়ের চূড়ান্ত সংকটে কোনও সুস্থ সাংস্কৃতিক সংগঠনের ২৫ বছর পথ অতিক্রম করা গিনেস বুক অফ ওয়ার্ল্ড -এ নাম তোলার মত ব্যাপার। এমনই দুই সাংস্কৃতিক সংগঠন বাগুইহাটি নৃত্যাঙন ও আন্তরিক। এই দুই সংগঠন পঁচিশ বছর পূর্ণ করবে আগামী বছর। প্রাক মুহূর্তে সম্প্রতি বোলপুরের উৎসর্গ মঞ্চে নাচে গানে কবিতায় অনুষ্ঠান পরিবেশন করলো । উপস্থিত ছিলেন বিশ্বভারতীর সঙ্গীত ভবনের অধ্যাপিকা স্বস্তিকা মুখোপাধ্যায়,
বিশেষ অতিথি বিধায়ক নরেশ বাউরি, বোলপুর পুরসভার পুরপ্রধান সুশান্ত ভগত।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন মনোজ মুরলী নায়ার, সাহানা বক্সী, চন্ডাবলী রুদ্র দত্ত, প্রদীপ দত্ত, সৌমি ভট্টাচার্য্, মধুমিতা বসু, জয়িতা বিশ্বাস শুভময় সেন, পাপড়ি গাঙ্গুলি ও দুই সংগঠনের ছাত্রছাত্রীরা । সমগ্র অনুষ্ঠানটিতে সহযোগিতা করে উপনিষদ (বোলপুর)।
Be First to Comment