———————-যুদ্ধশেষে————————-
সুদীপ্তা সেনগুপ্ত চৌধুরী-
ভালো থাকবো বলেই চাইলাম ভালবাসব।
শূন্য জীবন পূরণ করতেই
হাসিখুশি আমি থাকবো।
স্বপ্ন ভঙ্গ, মোহ ভঙ্গ, মন ভঙ্গ।
তিনের মিশ্রণে জীবন যেন
প্রতিবাদী এক বিহঙ্গ।
পেয়েছি বহিরাগত সুখ,
সঙ্গে এসেছে ঘোর অসুখ।
নেই নিস্তার, নেই রক্ষা,
আত্মীয়রা বিমুখ।
এ কোন সময়কাল?
অশরীরীর আনাগোনা।
ক্লান্ত চোখে অপেক্ষা শুধু,
আগত মৃত্যুর পরোয়ানা।
ক্ষীণ আশা ভীড় করে আসে।
তবু তুলির আদরে ছবি আঁকি,
রামধনুর রঙিন ক্যানভাসে।
আজ ও তাই
হৃদয় আবেগে ভাসে,
বাঁচার তাগিদে ঈশ্বরের দুয়ারে
হাত জোর করি ত্রাসে।
Be First to Comment