———————————–
অশোক ব্যানার্জী : কলকাতা।
———————————–
নেতাজী, তোমাকে প্রণাম জানাই
কুর্নিশও করি তার সাথে
ভুলিনি তোমায়, তোমার সংগ্রাম !
স্মরণ করি আজ প্রভাতে।
চির স্মরণীয় চির বরণীয়
ভারতবাসীর অন্তরে
তুমি আজও আছো,
চিরদিনই রবে
এই ভারতেরই প্রান্তরে!
তোমার কৌশল তোমার সংগ্রামে
দিশাহারা হয়ে ইংরেজরা
তোমায় নিবৃত্ত করতে না পেরে
অবশেষে তারা দেশ ছাড়া ।
তুমিই প্রথম উড়িয়ে ছিলে
পোর্ট ব্লেয়ারে জাতীয় পতাকা
স্বাধীনতার প্রতীক যেটা
স্বাধীন ভারতের স্বপ্ন আঁকা।
তুমি আজ নেই, তোমার সাধের
ভারতের দুর্দশা দেখে আজ
মনে মনে ভাবি মনুষত্বের
এত অবনতি? এ কেমন রাজ !
রাজনীতি আজ শোষন নীতি
রাজনীতিকদের স্বার্থ সিদ্ধি
রাজনীতি আজ ব্যবসা মাত্র
রাজনীতিকদের বিভব বৃদ্ধি !
তুমি নেই তাই তোমাকেই আজ
খুব বেশী করে মনে পড়ে যায়
তোমার স্বপ্নের ভারতবর্ষের
সেই গরিমা আর কোথায় ?
Be First to Comment