গোপাল দেবনাথ
আজ ঢাকায় হতে চলেছে দুই বাংলার শিল্পী -কলাকুশলীদের নিয়ে ফিল্ম এওয়ার্ড অনুষ্ঠান .উদ্যোগটা ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার সৌজন্যে .মোটকুড়িটি বিভাগে পুরস্কার দেওয়া হবে .তেরোটি পপুলার ,চারটি ভারতীয় ও তিনটি টেকনিক্যাল বিভাগে পুরস্কার দেওয়া হবে .মনোনীত শিল্পী ও কলাকুশলীদের মধ্যে আছেন প্রসেনজিৎ ,জিৎ,ঋতুপর্ণা ,পাওলি ,কৌশিক গাঙ্গুলি ,অনুপম,দেবজ্যোতি মিশ্র,প্রমুখ .বাংলাদেশের তরফে আছেন আলমগীর হোসেন ,শাকিব খান,জয়া এহসান শবনম ফারিয়া,প্রমুখ এপার বাংলার তরফ থেকে
লাইফটাইম স্বীকৃতি দেওয়া হবে রঞ্জিত মল্লিক কে.
ওপার বাংলার তরফে এই স্বীকৃতি পাচ্ছেন আনোয়ারা বেগম .কমিটির চেয়ারম্যান আলমগীর জানালেন ইতিমধ্যেই বিশ্বের বাঙালি সিনেমাপ্রেমী মানুষদের কাছে সাড়া পড়ে গেছে .পুরস্কার অনুষ্ঠান পরের বছর করার জন্য ডাক এসেছে লন্ডন ও সিঙ্গাপুর থেকে .আগামীদিনে কলকাতাতেও হবে .পাশাপাশি দুই বাংলার যৌথ উদ্যোগে ছবি তৈরির প্রচেষ্টাও শুরু হচ্ছে .দুদেশের সরকারের সবুজ সংকেতও মিলেছে.দুই বাংলার সাংস্কৃতিক মেলবন্ধনের এক ঐতিহাসিক সন্ধিক্ষনের
সাক্ষ্মী হতে চলেছেন দুই বাংলার সিনেমাপ্রেমী মানুষ .
প্রসেনজিৎ বলেন ,খুব বেশি দেরি নেই যেদিন দুই
বাংলার শিল্পী- কলাকুশলী মিলে আমরা বাংলাতে আর একটা বাহুবলীর মতো ছবি বানিয়ে ফেলবো
Be First to Comment