নিউজ স্টারডম: বিশেষ প্রতিনিধি, উত্তর২৪পরগনা, ১৯শে জানুয়ারি ২০২০ ডি.আর.সি.এস.সি এর উদ্যোগে বিদ্যালয় চত্বরে ফলছে হরেকরকম শাকসবজি৷ সেই বাগান থেকে শুধু মিড-ডে-মিলে সবজি জোগান দিচ্ছে না,তার থেকে হাতে কলমে পড়ুয়ারা শিখছে বিজ্ঞান -ভাষা -অংক -পরিবেশ ইত্যাদি বিদ্যালয়ে জৈব উপায়ে বাগান নতুন নয়,তবে সেই বাগান থেকে কী ভাবে নানরকম জিনিস শেখা যায় তার পথ দেখাচ্ছে এই সংস্থা৷ উত্তর ২৪পরগনার হিঙ্গলগজ্ঞ ব্লকে৷এই ব্লকের ৮টি বিদ্যালয়ে কনক নগর হাইস্কুল,১৩নংসনডারবিল,সরুবকাঠি,বাকড় এম.এস.কে, মামুদপুর জুনিয়রহাই,রানীবালাগার্লস,পুটিয়াচক এবং দুললি হাইস্কুল গড়ে উঠেছে পুষ্টিবাগান সুইসেইড, ইণ্ডিয়ার আর্থিক সহযোগিতায় এই কাজ করছে ডি.আর.সি.এস.সি৷
বিদ্যালয়ের জমি অনুযায়ী ও বাচ্চাদের সংখ্যা অনুপাত মাথায় রেখে ৪-৫ ডেসিবেল জায়গার এই বাগান, প্রতিটি বাগানেই ৫/৭ধরনের শাকসবজি, এছাড়াও মশলাপাতি, ফল ও নানাধরনের ভেষজ গাছ ও লাগানো হয়েছে তোলা হয়েছে বৃষ্টির জল সংরক্ষণ ব্যবস্থা, বিদ্যালয়ের আবর্জনাকে কাজে লাগিয়ে তৈরী হচ্ছে জৈবসার৷ বানানো হচ্ছে তরল সার, এজোলাও৷
জলবায়ুর পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে গুরুত্ব দেওয়া হয়েছে বস্তায় চাষ, মাচা ব্যবস্থা , বোতল বা কনটেনার বাগানের চিরাচিরিত বেডের পাশাপাশি আছে বৃত্তাকার বাগান, কি-হোল গার্ডেন, স্কোয়ার মিটার গার্ডেন, সার্কেল গার্ডেন ইত্যাদি১৭ইজানুয়ারী২০২০ এই সংস্থা ঔ ৮টি স্কুলকে নিয়ে হিঙ্গলগজ্ঞ ব্লকের কমিউনিটি হলে বার্ষিক আলোচনা, মতামত বিনিময় কর্মশালাও বিদ্যালয়ের মেয়েদের রান্নার প্রতিযোগিতার আয়োজন করে৷ ৮টি বিদ্যালযের স্টল ছিল যেখানে অর্গানিক কিচেন গার্ডেন, হাতের কাজ, বাগানের সবজি, বিদ্যালয়ের, বিজ্ঞানের বিভিন্ন মডেল পরিদর্শন করে, অন্যদিকে শিক্ষক -শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী দের প্যানেল ডিসকার্সন অনুষ্ঠান চলে, বিভিন্ন গার্ডেন বিষয়ক গেম কর্নার, চাষিদের বিষমুক্ত সবজি ,বীজ, চারা প্রদর্শনী এছাড়াও নবম থেকে একাদশ শ্রেনীর ছাত্রীদের রান্নার প্রতিযোগিতা যার থিম ছিল “মোচা”৷ সংস্থার পক্ষথেকে সব বিদ্যালয়কে উপহার হিসাবে ট্রফি,এবং প্রতিযোগি বিজয়ীদের খাতা,কলম,গাছ,নানাজিনিস দেওয়া হয়৷ এছাড়াও অনেক স্কুল -মাদ্রাসাগুলিও অংশ গ্রহন করে৷ সমস্ত আগত ছাত্র -ছাত্রী দের, শিক্ষক-শিক্ষিকাদের দেওয়া হয় দেশীয় সবজির বীজ, বাগান সংক্রান্ত বই৷ অতিথিদের বরণ করা হয় বিভিন্ন গাছ, বই, ব্যাগ এবং খাতা-পেন দিয়ে৷ বিশিষ্ট অতিথি হিসাবে ছিলেন হিঙ্গলগজ্ঞ ব্লকের পূর্তদপ্তর কর্মদক্ষ মাননীয় সহিদুলাহ গাজী মহাশয়, পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া অর্চনা মৃধা এবং হিঙ্গলগজ্ঞ পঞ্চায়েত প্রধান ,অন্যান্য দপ্তরের আধিকারিক বৃন্দ সঙ্গে ৮টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা গন৷ সংস্থার চিফ পোগ্রাম অফিসিয়ার মাননীয়া সোমজিতা চ্যাটার্জী, শিক্ষা বিভাগের কো-অর্ডিনেটর মাননীয় সূর্য কান্ত দাস, সদস্যগণ অনির্বাণ ব্যানার্জী, দুর্গা শংকর প্রধান, মামুল হাসান গাজী এবং আরও অনেকে৷
ডি আর সি এস সি-র সৌজন্যে হিঙ্গলগঞ্জ ব্লকে অর্গানিক স্কুল কিচেন গার্ডেন ও বার্ষিক কর্মশালা
More from GeneralMore posts in General »
- একাদশ বার্ষিকী শ্রী চৈতন্য জন্মোৎসব ও মেলা….।
- ১০ তম প্রণব রথ ও হর গুরু শঙ্কর শিব শম্ভুর শতবর্ষ পালন….।
- ভালোবাসা দিবস ও চিকিৎসা বিজ্ঞানে ভালোবাসা, ৪৯৬ খ্রিস্টাব্দে পোপ প্রথম জেলাসিয়াস ভ্যালেন্টাইনের স্মরণে ফ্রেন্ড অব লার্ভাসের পক্ষ থেকে এই দিনটিকে ” ভ্যালেন্টাইন ডে ” বলে ঘোষনা করেন…. ৷
- বৌদ্ধধর্মের প্রচারে মাথা মুন্ডন করে দীক্ষা নিলেন কলকাতার অষ্টাদশী কলেজ পড়ুয়া শ্রেষ্ঠা বড়ুয়া….।
- Hon’ble Mayor of Kolkata, Janab Firhad Hakim dedicates 1st CT Scan unit of 96 Slice installed at century old SVS Marwari Hospital for the cause of humanity….
- BSH Home Appliances Strengthens Market Dominance with Launch of advanced Bosch and Siemens Dishwashers….
Be First to Comment