গোপাল দেবনাথ : কলকাতা, ১ ফেব্রুয়ারি ২০২৪। জীবন মানে মৃত্যু ভয় থাকবেই। একটা বয়সের পর মানুষের মৃত্যু অনিবার্য। একটা প্রবাদ আছে জন্মালে মরিতে হবে। এটাই চির সত্য। কিন্তু অসময়ে মৃত্যু খুবই দুঃখের এবং বেদনার। পড়াশুনায় খারাপ ফলের জন্য আত্মহত্যা বা বাবা মায়ের সামান্য বকুনি তে নিজেকে শেষ করে দেওয়া এছাড়াও আছে মনমতো কোনো জিনিস না পাওয়ার মতো সাধারণ কারণেও আত্মহত্যা। সমাজের জন্য এইসব ঘটনা নেতিবাচক প্রভাব বিস্তার করে। এই সব বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছিলেন ডঃ সুজিত পাল কি জানালেন একবার পড়ে নিন।অনেক মানুষকেই মৃত্যু ভয় তাড়িয়ে বেড়ায়।পরীক্ষায় অকৃতকার্য হওয়া বা অনেক সময় অন্য কোনো অভিমানে আত্মঘাতী হন ছাত্র-ছাত্রীরা। কিন্তু আত্মহত্যা কখনোই সমস্যার সমাধান নয় বলে মনে করেন মেন্টর, কোচ ও কাউন্সিলর ডঃ সুজিত পাল। ডঃ পাল দীর্ঘ ১৭ বছর ধরে মৃত্যুর পর আত্মার পুনরায় মাতৃজঠরে প্রতিস্থাপন নিয়ে গবেষণা করে আসছেন এবং মানুষকে মৃত্যু ভয় থেকে মুক্তি দিতে কাউন্সেলিঙের পাশাপাশি ইউটিউব চ্যানেলের মাধ্যমে সাধারন মানুষকে সচেতন করার কাজও করে চলেছেন সারা বিশ্ব জুড়ে। সেই চ্যানেলটি ইংরাজী ভাষায় হওয়ায় ভারত ও বাংলাদেশের বাংলাভাষী মানুষদের তা বুঝতে কিছুটা অসুবিধা হয়। তাই এবার বাংলাভাষী মানুষদের জন্যে বাংলায় ইউটিউব চ্যানেল নিয়ে এলেন সুজিত বাবু। এই নতুন বাংলা ইউটিউব চ্যানেলের নাম দেওয়া হয়েছে “DrSujitpaulBengali”.
সুজিত বাবু তার ইউটিউব চ্যানেলে একের পর এক ভিডিও তৈরি করে মানুষের কাছে তুলে ধরছেন যে, প্রকৃত কাউন্সেলিং এবং মৃত্যুর পর আমাদের দেহ এবং আত্মার কি পরিণতি হয় সে সম্পর্কে মানুষের সঠিক ধারনাই মানুষকে মৃত্যু ভয় আটকাতে মানসিক শক্তি যোগাতে পারে।
সুস্থ এবং অসুস্থ সকলকেই মৃত্যু ভয় গ্রাস করতে পারে। তার জন্যে নিজের মনকে শক্ত করতে হবে।
একটা কথা অবশ্যই মনে রাখতে হবে মৃত্যু কখনই দুঃখের নয়। বরন মৃত্যু এক চরম আনন্দের ।
Be First to Comment