Press "Enter" to skip to content

ঠাকুর নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেন ,” তোমার কি মনে হয়, আমি কে ? গিরিশ বলেন , “ব্যাস , বাল্মীকি যার হদিস পায় নি ,আমি বোঝার কে….?

Spread the love

ডাঃ দীপালোক বন্দোপাধ্যায় : ১ জানুয়ারি, ২০২৪। সবাইকে কল্পতরু উৎসব ও নববর্ষের অভিনন্দন ” কল্পতরু উৎসব ” আসলে রামকৃষ্ণ পরমহংসদেবের আত্মস্বরূপ প্রকাশ ৷ আজ ১ জানুয়ারি রামকৃষ্ণ মিশন ও মঠের নানা কেন্দ্রে পালিত হচ্ছে
এই উৎসব ৷ ১৮৮৬ সালের ১ জানুয়ারি ঠাকুর রামকৃষ্ণ উপস্থিত গৃহী শিষ্যদের কাছে হিন্দু পুরাণে বর্ণিত “কল্পতরু ” হয়েছিলেন ৷ যাঁর কাছে যা চাওয়া যায় তা পাওয়া যায় ৷ আজও তাই কাশীপুর থেকে দক্ষিণেশ্বরে হাজার হাজার ভক্তের ভিড় ৷
ঐসময় ঠাকুর দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত ৷ ঐদিন একটু সুস্থ বোধ করায় গৃহী শিষ্যদের নিয়ে
বেড়িয়েছিলেন কাশীপুর উদ্যানবাটীতে ভ্রমণে ৷
কোন সন্ন্যাসী ভক্ত সাথে ছিলেন না ৷ সেই সময়
ঠাকুর নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেন ,” তোমার কি মনে হয়, আমি কে ? গিরিশ বলেন , “ব্যাস , বাল্মীকি যার হদিস পায় নি ,আমি বোঝার কে ? মানব কল্যাণের জন্য মর্ত্যে অবর্তীণ ঈশ্বরের অবতার ” ৷ এরপর পরমহংসদেব বলেন ,
” আমি আর কি বলব ? তোমাদের চৈতন্য হোক “৷
তারপর তিনি সমাধিস্থ হয়ে প্রত্যেক ভক্তকে স্পর্শ
করেন ৷ তাঁদের সবার মধ্যে এতে এক আধ্যাত্মিক
অনুভূতি হয় ৷ দেখলেন তাঁদের ঠাকুরই যুগে যুগে
অবতার ! সত্ব গুণের ঐর্শ্বয ৷ জগন্মাতা কালী যেন
রামকৃষ্ণ রূপে পুজো চাইছেন ৷

More from CultureMore posts in Culture »
More from InternationalMore posts in International »
More from SocialMore posts in Social »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.