ভোটের রঙ্গ ::::—-
———————————-
অশোক ব্যানার্জী : কলকাতা।
———————————-
টান টান উত্তেজনা
কার দখলে দেশটা যাবে !
পাঁচটা বছর ইজারা নিয়ে
কে-ই বা শোষন করতে পারবে ।
প্রতিশ্রুতির বন্যা বইয়ে
দিচ্ছে সবাই যে যার মতো
মারামারি, গুণ্ডা গর্দি
দেখতে পাচ্ছি হচ্ছে কত ।
নানান স্ক্যামের আমদানি
এর নামে আর ওর নামে,
কোনটা সত্যি কোনটা মিথ্যে
ঠিক না বেঠিক কে জানে ।
চোরাগোপ্তা খুনখারাবি
এদিক ওদিক যাচ্ছে দেখা
পুলিশ বসে হাত গুটিয়ে
সেন্ট্রাল ফোর্সের নেই দেখা ।
এ দল বলছে আমরা নই
আমাদের এসব নেই কালচার,
ও দল বলছে, মিথ্যে কথা
নাটক করে পাচ্ছে পার ।
মঠ মন্দির, ধর্মাধর্ম
ব্যস্ত সবাই এসব নিয়েই
দেশের ভাল, কর্ম সংস্থান,
উন্নয়নের কথাই তো নেই ।
আসল কথা যে করে হোক
পাঁচ বছরের ইজারা পেলে,
যারাই পাক, দেশটাকে ফের
ছিবড়ে করে দেবে ফেলে ।
এই আশাতেই ভোটের খেলা,
চটকদার বার্তা দিয়ে
কোমর বেঁধে সব পার্টিরাই
মরিয়া বেশ জিততে গিয়ে ।
মাঝে পড়ে উঠছে দেখি
আমজনতার নাভিশ্বাস
বুঝতে তারা পারছে না তো
কাকেই বা করবে বিশ্বাস।
টান টান উত্তেজনা কার দখলে দেশটা যাবে ! পাঁচটা বছর ইজারা নিয়ে কে-ই বা শোষন করতে পারবে….. ।
More from InternationalMore posts in International »
- ব্যাংক অফ ইন্ডিয়া বাটানগর শাখার উদ্বোধন…।
- পম্পা সেনশর্মার কিশোর কবিতা সংকলন ‘রং তুলি ক্যানভাস’ প্রকাশিত হলো….।
- ভূত মানুষের মজাদার গল্প নিয়ে ভূতনি বউ….।
- কালনাগিনী নদীবক্ষে মহিলাদের অভিনব তর্পনে উপচে পড়া ভীড়….।
- কাহিনীচিত্র ‘আনন্দ বিদায়’-এর পোস্টার ও প্রমো মুক্তি ঘটল….।
- প্রেসক্লাবে প্রকাশিত হল তপন কুমার সামন্ত’র লেখা ধানের শীষে স্বপ্ন আছে নতুন ভোরের ….।
More from PoemMore posts in Poem »
- জাগো মানুষ জাগো…..।
- উপেক্ষা নয়…..।
- বন্ধু শুধু বন্ধু তো নয়, বন্ধু মনের আয়না, বন্ধু ছাড়া কক্ষনো যে, নিজেকে চেনা যায়না… ।
- তুমি সকল বিবেকের আঁধার তোমায় চরণ স্পর্শ করি দেখিয়াছি মুক্তি….।
- The Golden tree of Indrajal….
- তুমি কি স্পর্শের শারীরিক মিলনে, নাকি তুমি অন্তরে আত্ত্বিক কারণে। তুমি রামের, সীতার নাকি রাবণের, তুমি রাধা কৃষ্ণের যুগলের মিলনের…..।
Be First to Comment