গোপাল দেবনাথ
সম্প্রতি মধ্য কলকাতার এক পাঁচতারা হোটেলে হাজির হলেন এক ঝাঁক সুন্দরী .উপলক্ষ্য মিস এন্ড মিসেস ইন্ডিয়া র প্রতিযোগিতা .একদিকে আকর্ষণীয় ব্যাক্তিত্ব অন্যদিকে বুদ্ধিদীপ্ত কথা এই দুই যোগ্যতাই এই প্রতিযোগিতার মানদণ্ড .এমনটাই জানালেন ,উদ্যোক্তার পক্ষে সুকন্যা গুপ্ত .তিনি বলেন গায়ের রং বা শরীরের বাহ্যিক সৌন্দর্য্য এই প্রতিযোগিতার মাপকাঠি নয়.অডিশন হয়েছে দিল্লি ,মুম্বাই ,লখনৌ ,জয়পুর ,হায়দ্রাবাদ ,ব্যাঙ্গালুরু . এখন কলকাতায় .মূল
পর্বের প্রতিযোগিতা হবে এবছর ডিসেম্বরে .মূলত তিনটি ক্যাটাগরি থাকছে .মিস্টার ,মিস এবং মিসেস .মূলপর্বে বিচারক তালিকায় থাকবেন ,-,অভিনেতা ,
পরিচালক আরবাজ খান ,কৈনাত অরোরা .অনুষ্ঠানটি দেখা যাবে জুম্ টি ভি তে এবং জিও আপে .বিজয়ীদের সংস্থার ওয়েব সিরিজের ছবিতে অংশগ্রহণের সুযোগ মিলবে .প্রতিযোগীদের কস্টিউম গ্রূমিং করতে সাহায্য করছেন – লিজা ভার্মা।সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে দুবাইতে।
Be First to Comment