
কলকাতা,রাজকুমার দাস:– ইতিমধ্যেই শুরু হয়েছে জী বাংলা ফুটবল লীগ। মোহনবাগান গ্রাউন্ডে চলছে রাজ্যের ১৬টা জেলা থেকে আসা অনূর্ধ্ব১৯এর ফুটবল লীগ।আজ সেমি ফাইনাল।ফাইনাল খেলা হবে আগামী ২৩শে মে।ফাইনালের দিন উপস্থিত থাকবেন সৌরভ গাঙ্গুলী সহ জী বাংলা পরিবারের ধারাবাহিকের কলাকুশলীরা। জেলার খেলোয়াড় দের সাথে কলকাতার চারটে দল যথা মোহনবাগান ফুটবল ক্লাব,আরয়ান ফুটবল ক্লাব,মহমেডান স্পোর্টিং ক্লাব ও ইস্ট বেঙ্গল ক্লাব এর সাথে সবাই খেলা করছে।স্পোর্টস বিজনেসের ইন্টারন্যাশনাল হেড সি ও ও শ্রী মুকুন্ড কৈরে সাংবাদিক সম্মেলনে জানান চ্যাম্পিয়ন টিম পঞ্চাশ লক্ষ্য ও রানার্স টিম ত্রিশ লক্ষ্য টাকা করে পাবে। বেস্ট খেলোয়াড় পাবে দু লক্ষ্য করে টাকা। তাছাড়া সেরাদের বিদেশে তিন সপ্তাহের জন্য ট্রেনিং নেওয়ার জন্য ও পাঠানো হবে।জী বাংলা র এই নতুন পদক্ষেপ সত্যি কারের প্রশংসনীয় উদ্যোগ।নতুন নতুন ছেলেরা ফুটবল কে সামনে রেখে এগিয়ে যেতে পারবে ,তাতে কোন সন্দেহ নেই।

Be First to Comment