নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১১ জুন ২০২২। কলকাতা এক ঐতিহ্যের শহর। সেই ঐতিহ্য শুধু সংস্কৃতি বা ইতিহাসেই নয়, তা ছড়িয়ে আছে এই মহানগরের খাবারদাবারেও।
এরককমই ঐতিহ্যবাহী বেশ কিছু খাবারের দোকানকে হেরিটেজ খেতাব দিল The Indian National Trust for Art and Cultural Heritage বা INTACH.
সেইসব খাবারের দোকানের জানা-অজানা গল্প নিয়েই এবারের নিউজ সিরিজ ‘হেরিটেজ খানা’।
আগামীকাল রবিবার, রাত ১০টায়। টিভি নাইন বাংলায়।
Be First to Comment