Press "Enter" to skip to content

জলঙ্গী লোক উৎসব………

Spread the love

অশোক দে: ৯মার্চ ছোট পরিসরে আগে জলঙ্গীতে বাউল-ফকির গানের আসর বসতো। এবার সেটাই পরিণত হলো জলঙ্গী লোক উৎসবে। ২৯ ফেব্রুয়ারি উদ্বোধন করেন বাউল-ফকির সংঘের সম্পাদক আকবর আলি।

তিনি বাউলের ধর্ম ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করেন। এর পর বাউল-ফকিরি গানের আসর। নিবেদনে ছিলেন খালেদ দেওয়ান, নূর আলম, আরমান ফকির, আক্কাশ ফকির, খোদাবক্স ও আরো অনেকে। পরের দিন ১ মার্চ চোয়াপাড়া তরুণ সংঘের মাঠে পৌঁছতেই দেখা গেলো উপচে পড়া শ্রোতার ভিড়। চলছিল শুদ্ধ ও আদি ধারার বাউল গান।

নেচে গেয়ে আসর মাতিয়ে তুলছিলেন রাধেশ্যাম দাস, ছোট গোলাম, বামাপদ দাস, রীনা দাস, গৌতম দাস,লক্ষণ দাস (তমালতলা) প্রমুখ বাউল-ফকির। পরিবেশিত গানের পদকর্তারা হলেন হাসন রাজা, যাদুবিন্দু, হাউড়ে গোঁসাই, দ্বিজ দাস, বিজয় সরকার, ভবা পাগলা প্রমুখ। এছাড়া সংগীত পরিবেশন করেছেন অনাথবন্ধু ঘোষ।

লোকগান ও বাউল গানে ছিলেন সাগরিকা মন্ডল, অশোককৃষ্ণ দাস,বাপ্পাদিত্য বিশ্বাসরা। আয়োজনের নেপথ্যে ছিলেন সীমান্ত সাহা (লাট্টু), সুমন সাহা, সুজন সরকার সহ অনেকে।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.