নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২১ জানুয়ারি, ২০২৪। জগৎগুরু প্রভুপাদ শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর বর্যব্যাপী ১৫০তম আবির্ভাব তিথি উপলক্ষে মায়াপুর শ্রীচৈতন্যমঠের অন্যতম শাখামঠ উত্তর কলকাতার বাগবাজারে অবস্থিত “শ্রীচৈতন্য রিসার্চ ইনস্টিটিউট ” এর আয়োজনে গত ১৩ জানুয়ারী শনিবার তপন থিয়েটার-এ শ্রীচৈতন্যমঠচার্য ও সাধারণ সম্পাদক ত্রিদন্ডিস্বামী শ্রীমদ্ ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজের তত্ত্ববধানে মহামন্ত্র, মহাজন পদাবলী সঙ্কীর্তন ও শ্রীল প্রভুপাদের অতিমর্ত্য চরিতাবলী ও তাঁহার অবদান বৈশিষ্ট্য সমন্ধে বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্ন্যাসী মহারাজ, অরণ্য মহারাজ, ভক্তিভূষণ তুর্য্যাশ্রমী মহারাজ, বিচারপতি অপূর্ব সিংহ রায়, বিশ্বরূপ চৌধুরী, রবীন্দ্রনাথ সামন্ত, শঙ্কর আচার্য সহ বিশিষ্টরা। দু’শতাধিক ভক্তবৃন্দ অনুষ্ঠানে যোগদান করেন ও মহাপ্রসাদ গ্রহণ করেন।
১৫০ তম আবির্ভাব তিথি আগামী ২৬-২৮ ফেব্রুয়ারি মায়াপুরে মহাসমারহে অনুষ্ঠিত হবে।
Be First to Comment