Press "Enter" to skip to content

চিরতরে চলে গেলেন কিংবদন্তি পরিচালক বাসু চ্যাটার্জি….

Spread the love

চলে গেলেন কিংবদন্তি পরিচালক বাসু চ্যাটার্জি

বাবলু ভট্টাচার্য: ঢাকা, না ফেরার দেশে চলে গেলেন বলিউডের প্রবীণ পরিচালক বাসু চ্যাটার্জি (৯৩)। আজ বৃহস্পতিবার (০৪ জুন) মুম্বাইয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে টুইট করেছেন ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টিভি ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি আসোক পণ্ডিত। তিনি লিখেছেন- ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি কিংবদন্তি পরিচালক বাসু চ্যাটার্জি জি আমাদের ছেড়ে চলে গেছেন। দুপুর ২টায় শান্তাক্রুজ শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় ক্ষতি। আমরা আপনাকে মনে রাখবো স্যার।

বাসু চ্যাটার্জী ১৯৩০ সালে ভারতের রাজস্থান প্রদেশের অজমের শহরে জন্মগ্রহণ করেন। বাসু চ্যাটার্জী মুম্বাই থেকে প্রকাশিত সাপ্তাহিক ট্যাবলয়েড Blitz-এ অঙ্কনশিল্পী এবং কার্টুনিস্ট হিসাবে তার কর্মজীবন শুরু করেন। চলচ্চিত্র পরিচালনা শুরুর আগে রাজ কাপুর ও ওয়াহিদা রহমান অভিনীত ‘তিসরি কসম’ চলচ্চিত্রে তিনি বসু ভট্টাচার্য-এর সহকারী হিসাবে কাজ করেন। চলচ্চিত্রটি ১৯৬৬ সালে জাতীয় পুরস্কার লাভ করে। বাসু চ্যাটার্জি পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘সারা আকাশ’ (১৯৬৯)। এই ছবিটির জন্য তিনি ফিল্ম ফেয়ার পুরস্কার লাভ করেন। ‘ছোটি সি বাত’, ‘রজনীগন্ধা’, ‘এক রুকা হুয়া ফাইসলা’ ও ‘চ্যামেলি কি শাদি’র মতো সিনেমা নির্মাণ করে নন্দিত হয়েছেন বাসু চ্যাটার্জি।

ফেরদৌস-মৌসুমী অভিনেতা বাংলাদেশি সিনেমা ‘এক কাপ চা’র চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তিনি।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.