গোপাল দেবনাথ: কলকাতা, ২২এপ্রিল ২০২০। ‘বিশে বিষ’ এই বছরের শুরু থেকেই সারা বিশ্ব আজ করোনা ভাইরাসের বিষে আক্রান্ত। ইতিমধ্যে প্রায় দুই লক্ষ মানুষের প্রাণহানি হয়েছে। বহু লক্ষ মানুষ আজ চিকিৎসাধীন। বিশ্বজুড়ে মানুষের হাহাকার শোনা যাচ্ছে। এই বিশ্ব আজ এক ছাদের তলায় চলে এসেছে। পৃথিবীর আজ গভীর অসুখ। সমগ্র মানবসভ্যতা এক গভীর সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আজ।
চারিদিকে ঘনিয়ে আসা এই নিকষ কালো অন্ধকারের মধ্যে একটু আশার আলো হয়ে দিশা দেখাতে এগিয়ে এলেন বিশিষ্ট শিল্পীরা। কলকাতা টুডের নিবেদনে এবং ইচ্ছেডানার পরিবেশনায় তৈরী হলো “পৃথিবী একটাই দেশ”।
শুভদীপ চক্রবর্তীর লেখায় এবং দীপাঞ্জন ঘোষের ভাবনা ও পরিচালনায় কণ্ঠ দিলেন চিরঞ্জিত চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, সাহেব ভট্টাচার্য, রাঘব চ্যাটার্জী, অগ্নিমিত্রা পাল, শুভদীপ চক্রবর্তী ও রুমকি গাঙ্গুলি। সম্পাদনা ও কারিগরি শুভাশিষ ঘোষ। দমবন্ধকর সমাজের এই পরিস্থিতিতে এক ঝলক অক্সিজেন বয়ে নিয়ে এলো উল্লেখ্য নিবেদনটি।
Be First to Comment