——চলে গেলেন আলোকচিত্রী নিমাই ঘোষ——
বাবলু ভট্টাচার্য: ঢাকা,বাংলার আলোকচিত্র জগতে ইন্দ্রপতন। চলে গেলেন বর্ষীয়ান আলোকচিত্র শিল্পী নিমাই ঘোষ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর। বার্ধক্যজনিত অসুখে আক্রান্ত ছিলেন তিনি।
ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতালে। আইটিটিইউতে বেশ কিছুদিন ধরেই মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তিনি। অবশেষে আজ বেলা সাড়ে ১১টা নাগাদ তাঁর মৃত্যু হয়। সত্যজিৎ রায়ের নামের সঙ্গে যে গুটিকয়েক নাম ওতপ্রোতভাবে জড়িত তার মধ্যে একটি অবশ্যই নিমাই ঘোষ।
স্টিল ফটোগ্রাফিতে বাংলার এক অন্যতম নাম নিমাই ঘোষ। সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছেন ‘গুপী গায়েন বাঘা বায়েন’ তৈরির সময় থেকে। সেখান থেকে শুরু করে সত্যজিৎ রায়ের শেষ পূর্ণাঙ্গ সিনেমা ‘আগন্তুক’ পর্যন্ত তাঁর সঙ্গে জড়িয়ে ছিল নিমাই ঘোষের নাম। এ সব সিনেমাতেই স্থির চিত্রের আলোকচিত্র শিল্পীর নাম ছিল নিমাই ঘোষ।
সত্যজিৎ রায়ের সিনেমায় স্থির চিত্রের জন্য লাইম লাইটে এলেও বহু কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০০৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি হিসাবে কাজ করেছেন। ২০১০ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে ভারত সরকার।
Be First to Comment