Last updated on February 18, 2024
প্রিয়রঞ্জন কাঁরার/গোপাল দেবনাথ : কলকাতা, ১৭ ফেব্রুয়ারি ২০২৪।বাংলা সিনেমার জগতে যে সকল অভিনেত্রী অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন অঞ্জনা ভৌমিক। তাঁর বাচনভঙ্গি, শরীরী ভাষা, একইসাথে সারল্য-বুদ্ধিমত্তা-প্যাশন মেশানো চোখের দৃষ্টি সবকিছুই সময়ের থেকে অনেকটা এগিয়ে ছিল। এক কথায় পিছিয়ে থাকা সময়ের এগিয়ে থাকা এক নারী। কাউকে অনুকরণ না করে নিজের অভিনয়শৈলীতে আস্থা রেখে গিয়েছেন সব কাজে। ৬০এর দশক থেকে ৮০এর দশক পর্য্যন্ত বহু নামী নায়ক অভিনেতাদের সাথে চুটিয়ে অভিনয় করে বাহবা কুড়িয়েছেন।মহানায়ক উত্তম কুমার এর সাতটি সিনেমায় অভিনয় করেছেন এই কোচবিহার এর আরতি’র। পরে ফিল্মি নাম হয় অঞ্জনা। মাত্র ২০বছর বয়সে অনুস্টুপ ছন্দ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পথ চলা শুরু হয়।সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে কাজ করেছেন মহাশ্বেতা সিনেমায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। রেখে গেলেন দুই কন্যা। এক কন্যা নীলাঞ্জনা র স্বামী প্রযোজক অভিনেতা যীশু সেনগুপ্ত। বেশ কিছুদিন ধরে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত ছিলেন এর অভিনেত্রী। দক্ষিণ কলকাতার এক হাসপাতালে শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন। তৎকালীন সময়ের দুই অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায় অত্যন্ত ব্যথিত বলে জানা গেল। অভিনেত্রী অঞ্জনা ভৌমিক এর প্রয়াণে সিনেমা জগতে শোকের ছায়া।
Be First to Comment