চলে গেলেন শিল্প নির্দেশক মহিউদ্দিন ফারুক
বাবলু ভট্টাচার্য: ঢাকা, ৭ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী শিল্প নির্দেশক মহিউদ্দিন ফারুক মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ‘মনের মানুষ’ খ্যাত এই শিল্প নির্দেশক তিন-চার দিন ধরে জ্বরে ভুগছিলেন। এছাড়া আগে থেকেই তার হার্টে সমস্যা ছিল। শেষ সময়ে এসে তিনি স্ট্রোক করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মহিউদ্দিন ফারুক ক্যারিয়ারে বেশকিছু চলচ্চিত্রে শিল্প নির্দেশনা দিয়েছেন। এরমধ্যে ৭টি চলচ্চিত্রে শিল্প নির্দেশক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তাঁর সর্বশেষ শিল্প নির্দেশনায় ছিল যৌথপ্রযোজনার ছবি ‘মনের মানুষ’। গৌতম ঘোষ পরিচালিত সিনেমাটির বাংলাদেশের প্রযোজক ইমপ্রেস টেলিফিল্ম। এই সিনেমার জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন মহিউদ্দিন ফারুক। এছাড়া ‘পিতামাতার সন্তান’ ও সুভাষ দত্তের ‘ডুমুরের ফুল’ ছবির জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন এই শিল্প নির্দেশক। শিল্প নির্দেশক ও শিক্ষক মহিউদ্দিন ফারুক স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়-এর ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউটেরও শিক্ষক ছিলেন।
Be First to Comment