‘গানে অন্ধকারে ‘ – র হাত ধরে ভিন্ন গানের দুটি ভিডিও অ্যালবাম।
পায়েল গাঙ্গুলি – প্রীতম কুন্ডর পরিচালনায় ‘গানের অন্ধকারে’- র দুটি ভিডিও অ্যালবামে কণ্ঠ দিয়েছেন
প্রতীকা কর্মকার ও কাজরী মিমি রায়। তার মধ্যে একটি ‘ আমায় ফিরে যেতে দাও’।এই গানে কণ্ঠ দিয়েছেন কাজরী মিমি রায়। অন্যদিকে আরেকটি গান ‘আমি জেনে শুনে বিষ করেছি পান’। এই গানে কণ্ঠ দিয়েছেন প্রতীকা কর্মকার। আসন্ন এই দুই অ্যালবামে গায়িকা স্নেহা ওঝা ও প্রতীকা কর্মকার ও কাজরী মিমি রায় এই দুই গায়িকার সাথে কণ্ঠ দিয়েছেন। গানে কথা দিয়েছেন শ্রী প্রীতম কুণ্ডু। গানের এই ভিডিও দুটি পরিচালনা করেছেন অনিন্দিত চক্রবর্তী। ডিওপি ও সহযোগিতায় রুপসা দত্ত ও অর্ণব দে । ভিডিও কোরিওগ্রাফি করেছেন সুনায়ন দাস। সম্পাদনায়
সুরজিৎ বর্মণ এবং এই ভিডিও তে শিল্পীদের মেকআপ করেছেন সোয়েতা জাসওয়াল ।ফটোগ্রাফিতে
সায়ন্তন সাহা। আগামী দিওয়ালিতে মুক্তি পাবে এই দুই গানের ভিডিও। পরিচালক প্রীতম কুন্ডুর আশা দর্শক শ্রোতাদের মনজয় করতে পারবে এই গানের ভিডিও।
Be First to Comment