Press "Enter" to skip to content

গাইঘাটায় সম্প্রীতির আহ্বান…

Spread the love

মোল্লা জসিমউদ্দিন – গাইঘাটায় বিশ্ব নবী দিবসে সর্ব ধর্ম সম্মেলনে সম্প্রীতির আহ্বান জানানো হল। উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ব্লকের শিমুলিয়া দক্ষিণ পাড়ায় জলসা কমিটির উদ্যোগে এক সর্বধর্ম সম্মেলনের আয়োজন করা হয়। দুদিনব্যাপী বিভিন্ন ইসলামিক সাংস্কৃতিক মূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সম্মেলন সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন ‘প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনে’র রাজ্য সভাপতি সিয়ামত আলী বলেন – “বর্তমানে এদেশের এই সর্ব ধর্ম সম্মেলন এর বিশেষ প্রয়োজন। সারা ভারতবর্ষ ব্যাপী যেভাবে ক্যাব ও এনআরসির বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত মানুষের গণআন্দোলন পরিস্ফুটিত হচ্ছে। তাতেই বোঝা যাচ্ছে আজ দেশের অবস্থা কোন জায়গায় অবস্থান করছে, সংবিধানবিরোধী মানবতাবিরোধী যে অপকর্ম চলছে। তার বিরুদ্ধে সমাজের সকল স্তরের মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে এগিয়ে আসতে হবে। বাংলা তথা ভারত বর্ষ সম্প্রীতির মধ্য দিয়ে অতিবাহিত হয়ে থাকে। যারা এটাকে কলুষিত করার চেষ্টা করবে তাদের উদ্দেশ্য কোন মতেই সফল হবে না”। জোয়েফ কর্ণধর পীরজাদা মোহেব্বুল্লাহ হোসাইনী বলেন “সাম্প্রতিক ভারতবর্ষের এক অস্থিরতা পরিবেশ তৈরি হয়েছে। দেশের শান্তিকামী মানুষকে গণতন্ত্রের মধ্য দিয়ে সমস্ত কার্যাবলী সম্পন্ন করতে হবে”। স্বামী সত্যরূপনন্দ মহারাজ বলেন – ” মানবপ্রেমের মধ্য দিয়েই সমস্ত কল্যাণ সম্পন্ন হয়ে থাকে। এটা কি শেষ করার অপচেষ্টা যারা করবে তাদের বিরুদ্ধে আমাদের সকলকে সোচ্চার হতে হবে। মানবতাবিরোধী ও সংবিধান বিরোধী এমন কোন কার্যাবলি আমরা এই ভারতবর্ষের নাগরিক হিসেবে কখনোই সেটা সমর্থন করতে পারি না”। উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী আব্দুল কাদির, পি ওয়াই এফ এর রাজ্য কমিটির কোষাধ্যক্ষ কাজী তৈয়ে বললা, পি ওয়াই এফ দক্ষিণ ২৪পরগনা জেলা সভাপতি জাকির হোসেন, ডি ওয়াই এফ এর বলিষ্ঠ নেতৃত্ব মাওলানা আবুল কালাম, বিশিষ্ট শিক্ষিকা তনুজা কাদরিয়া প্রমুুখ। পুরো অনুষ্ঠানটির আয়োজক ছিলেন জহির উদ্দিন মন্ডল।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.