Press "Enter" to skip to content

গবেষণা বলছে, ঋতুকালীন সময়ে সঠিক ব্যবস্থা না নেওয়ার কারণে জরায়ু সংক্রমণের শিকার হন ৯৭ ভাগ নারী…….

Spread the love

——-ঋতুকালীন পরিচ্ছন্নতা দিবস আজ——-

বাবলু ভট্টাচার্য: ঢাকা, আজ ২৮ মে নারীর ঋতুকালীন পরিচ্ছন্নতা দিবস৷ নারীর স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ঋতুকালীন পরিচ্ছন্নতা। এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর ২৮ মে পালিত হয় বিশ্ব ঋতুকালীন পরিচ্ছন্নতা দিবস। গবেষণা বলছে, মাসিকের সময়ে সঠিক ব্যবস্থা না নেওয়ার কারণে জরায়ু সংক্রমণের শিকার হন ৯৭ ভাগ নারী। নারীর মাসিক ঋতুকালীন প্রক্রিয়া খুবই স্বাভাবিক একটি প্রাকৃতিক ব্যাপার হলেও এখনো বহু দেশে পিরিয়ডকে দেখা হয় লজ্জাজনক ও নেতিবাচক হিসেবে। নারীরাও পরিবেশ, পরিবার ও সহকর্মীদের সহায়তা না পেয়ে লুকিয়ে রাখেন এটি। মাত্র ১৫% নারী ঋতুকালীন সময় স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে। যেখানে অসচেতনতা আর অপরিচ্ছন্ন পিরিয়ডের কারণে ৯৭% নারীর কোনো না কোনো সময়ে সার্ভিক্যাল ইনফেকশনের সমস্যা দেখা দেয়। শুধু তাই নয়, এর কারনে দেখা দিতে পারে গর্ভকালীন জটিলতাও।

বিশেষজ্ঞরা বলছেন অস্বস্তি বা লজ্জা নয় নিরাপদ মাসিক স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সবার আগে কুসংস্কারের দেওয়াল ভেঙে সচেতন হতে হবে পরিবারকেই। এতে সহায়তা করতে হবে সমাজের পুরুষদেরও। সমাজের প্রত্যেক নারীর সুস্থ আর নিরাপদ মাসিক স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে ২০১৪ সাল থেকে ‘ওয়ার্ল্ড মিনস্ট্রুয়াল হাইজিন ডে’ পালন করছে ডব্লিউএএসএইচ (Water, Sanitation & Hygiene) নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.