গোপাল দেবনাথ: কলকাতা,২মার্চ ২০২০ এই পৃথিবীতে মানুষ বহু ধরণের মারণ রোগ ও মৃত্যুর সাক্ষী আছে। এর আগেও নানা ধরণের ভাইরাসের কবলে পড়ে শিশু থেকে প্রবীণদের অকালে প্রাণনাশ হয়েছে।এই বছরের নতুন ভয়ঙ্কর আতঙ্কের নাম করোনা ভাইরাস। সারা বিশ্বের মানুষ করোনার আতঙ্কে দিন কাটাচ্ছে। চিকিৎসকদের কথায় এই ভাইরাসের উতপত্তিস্থল চিন। সেখান থেকেই মূলত ছড়িয়েছে এই ভাইরাস।
ইতিমধ্যেই চিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে বহু মানুষ। আজ কলকাতা প্রেস ক্লাবে করোনা ভাইরাস ছড়িয়ে পরায় চিনের জনগণের প্রতি বার্তা দিতে রক্ষক ফাউন্ডেশনের কর্ণধার চৈতালি দাসের তরফে এক পার্থনা সভার আয়োজন করা হয়।
আমাদের প্রতিবেশী রাষ্ট্র চিনে করোনা ভাইরাসের প্রকোপে অকালে মৃত্যু হয়েছে প্রায় তিন হাজার মানুষের। কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এদিন চিনের জনগণের প্রতি ভালবাসা, সংহতি ও নিরাময়ের বার্তা দেওয়ার জন্য প্রার্থনা সভার আয়োজন করা হয়।
পার্থনা সভায় উপস্থিত ছিলেন চিনা কনসাল জেনারেল এইচ.ই. ঝা লিয়ু।এ ছাড়াও উপস্থিত ছিলেন ডঃ অরুণজ্যোতি ভিকখু, (বুদ্ধিস্ট মঁক), আর্চ বিশপ স্যামুয়েল পাভানা রাজু, ব্রহ্মকুমারী মনীষা, সতনাম সিং আলুয়ালিয়া, ওয়াইজ আসলাম ছাড়াও ছিলেন আরো বিশিস্ট ব্যক্তিবর্গ।
পার্থনা সভায় এসে চিনা কনসাল জেনারেল ঝা লিয়ু বলেন, খুব শীঘ্রই করোনা ভাইরাসটি পরাজিত হবে এবং আমরা যুদ্ধে জয়লাভ করব। চিন আমাদের প্রতিবেশী, যার সাথে আমাদের হাজার বছরের ইতিহাস রয়েছে। আমরা চিন এবং বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী দ্বারা ক্ষতিগ্রস্থ লোকদের সাথে আছি’।
সকলের একটাই প্রার্থনা এই বিশ্ব অতি শীঘ্রই করোনা মুক্ত হবে।
খুব শীঘ্রই “করোনা ভাইরাস” পরাজিত হবে- প্রার্থনা সভায় বললেন চিনের কনসাল জেনারেল
More from GeneralMore posts in General »
- ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম-রাজ্য ব্যাপী সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের নতুন সংগঠন….।
- “গৌরপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া”….।
- সবুজ-মেরুন শিবিরকে হারিয়ে দিল লাল-হলুদ ছোটো ব্রিগেড…।
- ভ্যালেন্টাইন ডে ইরানীর ক্যালেন্ডার লঞ্চ
- মোহনবাগানের নির্বাচনের দিন ঘোষণা হবে আগামী শনিবার….।
- What is PCOS? A Comprehensive Guide to Understanding Polycystic Ovary Syndrome….
Be First to Comment