Press "Enter" to skip to content

ক্লাব টাউন গেটওয়ে ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন আয়োজিত সাংবাদিক সম্মেলন….।

Spread the love

রঞ্জিতা দেবনাথ : নিউটাউন, ১৮ অক্টোবর, ২০২৩। গত ১৬ই অক্টোবর সোমবার নিউটাউনের সিটি সেন্টার ২-এর বিপরীতে ক্লাব টাউন গেটওয়ে ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে একটি সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়। এদিনের এই সাংবাদিক সম্মেলনে দুর্গাপুজো কমিটির তরফ থেকে সংস্থার সম্পাদিকা শ্রীমতি কল্যাণী রায় উপস্থিত সকল সাংবাদিকদের বলেন, গত বছরের মতো এবছরেও তাদের দ্বিতীয় বর্ষের দুর্গাপুজো মহিলা দ্বারা পরিচালিত হবে এবং এই আবাসনের ১৯১টি ফ্ল্যাটের মধ্যে ১২০টি ফ্ল্যাটে বসবাসকারী আবাসিকবৃন্দ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই উৎসবের আয়োজন করেন।

কল্যাণী দেবী বলেন এবারের দুর্গা পুজোয় মায়ের মূর্তিটির স্রষ্টা হলেন দেগঙ্গার শ্রী সুশান্ত পাল।  পঞ্চমীর পুণ্যলগ্নে মায়ের এই মূর্তির আবরণ উন্মোচন করবেন আচার্য পণ্ডিত অজয় ভট্টাচার্য্য। এছাড়াও মহাষষ্ঠীর দিন ‘মাতা কী চৌকী’ অনুষ্ঠিত হবে এবং মহাষ্টমীর দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে Zee সারেগামা অংশগ্রহণকারী সঙ্গীত শিল্পী শ্রী অনুরাগ চ্যাটার্জী সহ ভোকালিস্ট শ্রী তমাল মুখার্জী এবং অলকানন্দা সেনগুপ্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তাছাড়াও পুরুষ সার্থক ও তাঁর ডান্স ট্রুপ-এর তরফ থেকে নৃত্যানুষ্ঠান আয়োজিত হবে।

সম্পাদিকা শ্রীমতি কল্যাণী রায় জানালেন দুর্গোৎসব পালনের পাশাপাশি এবছরে সামাজিক কাজের অঙ্গ হিসেবে গত ১৫ই অগাস্ট ২০২৩ তারিখে স্বাধীনতা দিবসে ক্লাব টাউন গেটওয়ে ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন-এর উদ্যোগ ও ব্যবস্থাপনায় এবং চার্ণক হাসপাতাল-এর ব্লাড ব্যাংক-এর সহযোগিতায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এই আবাসনে। আগামীদিনেও সমাজসেবামূলক কাজের অঙ্গ হিসেবে পাথরপ্রতিমার একটি অনাথ আশ্রমের পরিকাঠামোগত উন্নয়নের কাজে এই আবাসনের আবাসিকরা সাহায্যের হাত বাড়িয়ে দিতেও ইচ্ছুক।

প্রচারে:-  Ramex Media

ছবি রাজেন বিশ্বাস

More from CultureMore posts in Culture »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.