বাবলু ভট্টাচার্য: ঢাকা, বাংলাদেশ: ম্যাচ তখন শেষ৷ ড্রেসিং রুম থেকে একে একে বাংলাদেশের দলের সবাই এলেন মাঠে৷ সবার জার্সির পেছনে লেখা দুই, সামনে ইংরেজিতে ‘থ্যাংক ইউ ক্যাপ্টেন’৷ এই নম্বরটি পরেই বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মোর্ত্তজা৷ যিনি টাইগারদের অনবরত জিততে শিখিয়েছেন৷ গেঁথেছেন একটি দল হিসেবে৷ সিরিজের পুরস্কার বিতরণীর শুরুতেই তার হাতে ক্রেস্ট তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন৷ দলের পক্ষ থেকে দেয়া হয় সবার স্বাক্ষর সম্বলিত জার্সি৷ এই সময় স্টেডিয়াম জুড়ে দর্শকদের মুখেও উচ্চারিত হচ্ছিল একটিই নাম- মাশরাফি মাশরাফি। বাংলাদেশ দলে অধিনায়ক মাশরাফি মানেই অনুপ্রেরণার প্রতীক, নির্ভীক-সাহসী এক অভিভাবক। যার শেখানো মন্ত্রে দীক্ষিত প্রতিটি ক্রিকেটার। তাই মাশরাফি মানে শুধু দল পরিচালনাকারী নন। বাড়তি উদ্যম এবং প্রাণশক্তির উৎসও বটে। ২০১৪ সালে দ্বিতীয় দফায় ওয়ানডে অধিনায়কের দায়িত্ব নেয়ার পর মাশরাফি বিন মোর্ত্তজা প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন জিম্বাবুয়েকে। পাঁচ ম্যাচের সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। মাশরাফির অধিনায়কত্ব অধ্যায়ের শেষটাও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেই (৩-০) হল। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের সঙ্গে সঙ্গে অধিনায়ক হিসেবে মাশরাফি পূর্ণ করেছেন জয়ের ফিফটি। ৮৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে জয় উপহার দিয়েছেন ৫০টি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ জয়টি এসেছে বৃষ্টি আইনে ১২৩ রানে।টানা চার সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। সবগুলোতেই নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। জিম্বাবুয়েকে টানা ১৭ ম্যাচ হারানোর কীর্তিও রেখে গেলেন দেশসেরা অধিনায়ক। ২০০১ সালে জাতীয় দলে জায়গা করে নেন গতির ঝড় তোলা মাশরাফী। ২০০৯-এ টেস্ট দলের অধিনায়কত্ব পান তিনি। চোটে পড়ায় বেশিদিন পালন করতে পারেননি দায়িত্ব। একবছর পর ওয়ানডে দলের নেতৃত্বও পেয়েছিলেন। কিন্তু মাত্র ৭ ম্যাচ পর আবার ইনজুরি। হাঁটুতে বারবার অস্ত্রোপচারের ফলে প্রিয় সংস্করণ টেস্ট খেলা থেকে বিরত থাকতে হয় তাকে। গতি কমিয়ে বোলিংয়ে বৈচিত্র্য এনে নতুন শুরু করেন নড়াইল এক্সপ্রেস। ২০১৪ সালে ফের ওয়ানডে ও টি-টুয়েন্টি অধিনায়ক হয়ে ফিরে আসেন। তার পেছনের সব আক্ষেপ পূর্ণতা পেতে থাকে ওয়ানডেতে একের পর এক সাফল্যে।
ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশের ক্যাপ্টেন মাশরাফি
More from GeneralMore posts in General »
- দু’জোড়া অসহায় চোখ আজও তাকিয়ে আছে আকাশের দিকে….।
- 1st CT Scan unit of 96 Slice installed at century old SVS Marwari Hospital….
- হাওড়া – শ্রীরামপুরে জাতীয় লোক আদালতে মিটলো অসংখ্য মামলা…।
- বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাগৃহে অনুষ্ঠিত হলো এস এন মিউজিক আয়োজিত অনুষ্ঠান “আজ হৃদয়ে ভালোবেসে”….।
- বিশ্ব লিম্ফোমা দিবসে ক্যান্সার থেকে মুক্তির কাহিনী শোনালেন ক্যান্সার জয়ীরা…..।
- Marwari Yuva Manch Siliguri honours veteran Salesian priest and educationist….
Be First to Comment