গোপাল দেবনাথ – পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। নেশায় গীতিকার সুরকার ও সঙ্গীত শিল্পী। একটু অবসর পেলেই সঙ্গীত চর্চা। ছোট বেলা থেকেই পরিবারে সংগীতের পরিবেশে বেড়ে উঠেছে কুশল। কুশালের সঙ্গীত শিক্ষার শুরু পিতা কমল চট্টোপাধ্যায় ও মাতা ইন্দ্রানী চ্যাটার্জীর কাছ থেকে। এ ছাড়াও কুশালের সঙ্গীত শিক্ষা হয়েছে শ্রীমতি ডঃ শিশির কনা ধর চৌধুরী এবং স্বর সম্রাট উস্তাদ আলি আকবর খানের কাছ থেকে।কুশলের সব সময়ের জন্য পছন্দের সঙ্গীত ‘ভারতীয় সঙ্গীত’। কলকাতা থেকে কয়েক হাজার মাইল দূরে কর্মসূত্রে চলে গেলেও শিকড়ের টান প্রতি মুহূর্তে অনুভব করে। আমেরিকায় বসবাস কারি ভারতীয়দের কাছে খুব ই জনপ্রিয় সঙ্গীত শিল্পী এই কুশল। যে সকল সঙ্গীতপ্রেমী আছেন তাদের জন্য সুখবর। গানের সিডি ‘মেঘ যাযাবর’ কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সন্মেলনের মাধ্যমে গায়ক সিধুর হাত ধরে মুক্তি পেল। সাথে ছিলেন সঙ্গীত শিল্পী সুমিত রায়, শিল্পী রাখি দত্ত এবং স্বয়ং কুশল চ্যাটার্জি।
বর্তমান যুগে সিডিতে গান শোনার অভ্যাস প্রায় নেই বললেই চলে। সবাই এখন মোবাইলে বা ইন্টারনেটকে বেছে নিয়েছে গান শোনার জন্য।ইন্টারনেটের যুগ হলেও গায়ক কুশল ভরসা রেখেছেন সিডির উপরই। আর তাই ‘মেঘ যাযাবর’-এ শুধু বাংলা গান নয় বাংলা গানের পাশাপাশি পাওয়া যাবে হিন্দি গানও। বাংলা গানের সিডি হলেও সেখানে রয়েছে একটি হিন্দি গানও। ৭টি বাংলা গান ও ১ টি হিন্দি গানে সমৃদ্ধ ‘মেঘ যাযাবর’।
ক্যালিফোর্নিয়া প্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার কুশল চ্যাটার্জির- “মেঘ যাযাবর”
More from GeneralMore posts in General »
- নবদ্বীপের অধিষ্ঠাত্রী দেবী পোড়ামা….।
- পরিবারে একত্রিত, বয়সে বিভক্ত: হেল্পএজ ইন্ডিয়ার প্রতিবেদন আন্তঃপ্রজন্মীয় বন্ধন কে জোরদার করার আহ্বান জানায়…।
- নতুন সংসার শুরু করার স্বপ্ন স্বামী স্ত্রীর চোখে, ভালোবাসার হাসি, প্লেনে চড়ার আনন্দ, বিদেশ যাত্রা সব কিছু কেমন যেন আকাশ এই মিলিয়ে গেল আর হঠাৎ করে হয়ে গেল সবাই আকাশের-তারা…।
- Lupin Receives Tentative Approval from U.S. FDA for Oxcarbazepine ER Tablets….
- ইংরেজি দৈনিক ইকো অফ ইন্ডিয়া গ্রুপের বিশ্ব পরিবেশ দিবস পালন…।
- Cycling is Faster than Perceived – Beats Cars in Congested Corridors….
Be First to Comment