মধুমিতা শাস্ত্রী: ১৯ মে, ২০২০। দেশের বিভিন্ন রাজ্যে যখন করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তখন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ করোনা মুক্ত হলো।
দূরদর্শনের সূত্র মোতাবেক লাদাখে এখনও পর্যন্ত ৪৩ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল।
তারা সবাই সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন। শেষ ১৯ জনের মধ্যে ১৭ জন আগেই সুস্থ হয়ে হসপিটাল থেকে ছাড়া পেয়েছিলেন।
সোমবার সকালে আরও ২ জন ছাড়া পেয়েছেন। লাদাখে মারণ ভাইরাস কোভিড ১৯ এর সংক্রমণ এখন নিয়ন্ত্রণে।
কারণ গত ৩রা মে’র পর থেকে নতুন করে কোনো করোনা আক্রান্তের খোঁজ পাওয় যায়নি। সমস্ত করোনা আক্রান্তের টেস্টের রিপোর্ট নেগেটিভ।মার্চ মাসেই প্রথম লাদাখে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়।
এখনও পর্যন্ত মোট ৪৩ জন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল। আজ তারা প্রত্যেকেই সুস্থ। মার্চ মাসে দেশের যেসব অঞ্চলে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল লাদাখ তার মধ্যে একটা।
ইতিমধ্যে স্বাস্থ্যদপ্তর লাদাখে কড়া নজরদারি চালাচ্ছে। যেমন গত সোমবার দিনই ২২০টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।
প্রতিটি নমুনার ফলই নেগেটিভ এসেছে। এছাড়া সোমবারই আরও ১৪৭ টি নমুনা সংগ্রহ করে নয়াদিল্লির এন সি ডি সি তে পাঠানো হয়েছে।
Be First to Comment