সুবল সাহা /পিন্টু মাইতি: কলকাতা,৭ জুন,২০২০।বরানগর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজ ৭ জুন বরানগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড অন্তর্গত রাজাবাগানে পরিচালিত হয় খাদ্য বিতরণ কর্মসূচি। রাজাবাগান কুলি লাইনে পাঁচশত দুর্গত বাসিন্দাদের মধ্যে বিতরণ করা হয় ভাত ও মুরগির মাংস। করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে এই অঞ্চলের বহু দৈনিক কর্মচারী ও কুলি-মজুর কর্মহীন হয়ে আয়বিহীন জীবন অতিবাহিত করে চলেছেন। তাঁদের দুর্দশার বিষয় বিবেচনা করে বরানগর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এর আগেও দুর্গতদের হাতে খাদ্য তুলে দেওয়া হয়েছিল। লকডাউনের পঞ্চম পর্বে এসে সেই মানুষগুলোর অবস্থার এখনো পর্যন্ত কোন পরিবর্তন হয়নি। খাদ্য সংকট মেটাতে বরানগর অঞ্চলের বহু ক্লাব-সংগঠন এ জাতীয় কর্মকাণ্ডে সক্রিয় হলেও যুব তৃণমূলের উদ্যোগে রবিবাসরীয় মাংস-ভাত খেয়ে মানুষগুলো অত্যন্ত খুশি। সেখানে আট থেকে আশি- সমস্ত বয়সের পুরুষ মহিলা তৃণমূল যুব কংগ্রেসের সান্নিধ্য পেলেন। উত্তর বরানগর তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক পিনাকী মালাকার ঐদিন উপস্থিত থেকে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তাঁরা বর্ষব্যাপী জনসেবামূলক কাজ করে থাকেন। কিন্তু লকডাউনের মত বিশেষ পরিস্থিতিতে যেখানে রোগের মোকাবিলার পাশাপাশি খাদ্য সংকট দূর করা একটি সোস্যাল চ্যালেঞ্জ, সেখানে দাঁড়িয়ে মানুষকে সচেতনতার মধ্যে দিয়েই খাদ্যের সংস্থান করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে রাজাবাগানের মত নিম্ন আয় সম্পন্ন অঞ্চলের পাঁচশ দুর্গত বাসিন্দাকে স্বাদ বদলে মাংস-ভাত খাওয়াতে পেরে তিনি এবং তাঁর সহকর্মীরা মানুষের আশীর্বাদ প্রার্থনা করেন।
উক্ত দিন খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উদ্বাস্তু আন্দোলনের বর্ষীয়ান নেতা গণপতি মজুমদার, তৃণমূল নেতা কানাই তরফদার, তৃণমূল যুব নেতা পুলক ঘোষ, রবীন বিশ্বাস, আশীষ সেনগুপ্ত, পৌরপিতা অমর পাল, প্রাক্তন কাউন্সিলর অনিন্দ্য চৌধুরী, যুবনেতা তপন রাউত, অরিত্র ঘোষ প্রমুখ। মহিলা সদস্যাদের মধ্যে মৌসুমী ভট্টাচার্য, মমতা চক্রবর্তী, নমিতা মন্ডল, গৌরী মজুমদার, শিপ্রা চক্রবর্তীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
Be First to Comment