Press "Enter" to skip to content

কিংশুক গাঙ্গুলি’র শর্ট ফিল্ম – “নিম-বেগুন”……..

Spread the love

গোপাল দেবনাথ: কলকাতা, ৯ জুন, ২০২০। ‘নিম-বেগুন’। এই নামের সাথে প্রায় সকল বাঙালিই পরিচিত। প্রায় আড়াইমাস যাবৎ করোনা কালে অসংখ্য লকডাউন শর্টস ইতিমধ্যে ইউটিউবে দেখা যাচ্ছে এই সবের মধ্যে অন্যতম এই শর্ট ফিল্ম নিম-বেগুন। পরিচালক কিংশুক গাঙ্গুলি জানালেন, অন্যতম ছবি বলার কারণ প্রথম থেকেই সাধ্য অনুযায়ী একটু অন্য রকম করার আন্তরিক প্রয়াস ছিল। বিশ্বজুড়ে করোনা ক্রান্তিকালে আমরা সকলেই কম বেশি চিন্তিত মুষড়ে পড়া জীবন কাটাচ্ছি। একান্ত ভাবে চেষ্টা ছিল এই গ্রহনকালে করোনা বিষয়টিকে পার্শ্বচরিত্র করে হাসতে হাসতেই কিছু অমোঘ সত্যি বলে যাওয়া যায় কিনা তার চেষ্টা চালানো। নিম- বেগুন সেই চেষ্টারই সুস্বাদু ফল। এক সংসারে কত্তামশাই …. সারাক্ষণ করোনা নিয়ে সতর্ক বানী শুনে শুনে ক্লান্ত! গিন্নী… উদভ্রান্ত করোনা আক্রান্ত মৃত মানুষের অন্তিমপর্ব নিয়ে। কত্তা ও গিন্নীর একমাত্র ছেলে…. মন ভালো করার চেষ্টা করে টিভিতে লঘু গীত দেখে। এবং তাদের একমাত্র বউমা… সারাক্ষন সাজুগুজু করে আজকের দিনে জনপ্রিয় ‘টিকটক’ এর মাধ্যমে খুঁজে পেতে চায় জীবনের মোক্ষ। সংসারে এই দুই দম্পতি যেন নিম আর বেগুন। আলাদা করে বলতে গেলে নিম উপকারী কিন্তু বেগুন গুনহীন। কিন্তু যখন এই দুই মিলেমিশে হয় উপাদেয় ও স্বাদু ‘নিম বেগুন’। পরিকল্পনা হয় টিকটক করার। টিকটক এর বিষয়বস্তু এর শেষ কথাটা হাসতে হাসতেই হয়ে যায়, আমরা কি সত্যিই বেঁচে আছি! এক্সজেন মিডিয়ার প্রযোজনায় কিংশুক গাঙ্গুলীর অসাধারন নির্দেশে, অশোক বসু’র কাহিনি ও চিত্রনাট্য ইতিউতি খুঁজে ফেরে সেই খোঁজ, সত্যি বেঁচে আছি তো? আর এই খোঁজকে অসাধারণ অভিনয়ের মাধ্যমে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যায় অভিনেতা অভিনেত্রীরা। বিশেষভাবে উল্লেখ্য : কর্তা চরিত্রে এক সময়কালের প্রখ্যাত পরিচালক, গীতিকার ও নাট্য ব্যক্তিত্ব রতন সন্ন্যায়মত। গিন্নী চরিত্রে এই মুহূর্তে দর্শকদের কাছে বিশেষ পরিচিত মুখ মৌ ভট্টাচার্য।

ছেলের ভূমিকায় নির্দেশক ও এই প্রজন্মের একজন বলিষ্ঠ অভিনেতা কিংশুক। পুত্রবধূর ভূমিকায় স্বনামধন্য অভিনেত্রী জাগৃতি। যে সকল অভিনেতা ও অভিনেত্রীরা অভিনয় করলেন এই শর্ট ফিল্মে তারা তাদের অভিনীত চরিত্রকে অত্যন্ত সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। সীমাবদ্ধতার মধ্যেও আবহ সংগীত এবং সম্পাদনা যথেষ্ট নজর কাড়ে। সব দিক বিচার করে এইরকম একটা সুস্থ সুন্দর প্রযোজনা উপহার দেওয়ার জন্য এক্স জেন মিডিয়া এন্টারটেইনমেন্ট এর ধন্যবাদ অবশ্যই প্রাপ্য। আশাকরা যায় আগামী দিনেও এই ধরণের ভালো ফিল্ম উপহার দেবেন।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.